Question Leaked: শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই ফাঁস প্রশ্নপত্র, আটক স্কুলের ভাইস প্রিন্সিপাল -সহ প্রায় ৫০
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৪৪ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ঝালোড়ের এক স্কুলের ভাইস প্রিন্সিপাল রয়েছেন।
উদয়পুর: শিক্ষক নিয়োগে দুর্নীতি! শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র। আর প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের মূল অভিযুক্ত হলেন, একটি স্কুলের ভাইস প্রিন্সিপাল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানে। যদিও এই ঘটনার পর আর পরীক্ষা নেওয়া হয়নি। তড়িঘড়ি পরীক্ষা বাতিল করে গেহলট সরকার। এই ঘটনায় ইতিমধ্যে মূল অভিযুক্ত ওই ভাইস প্রিন্সিপাল-সহ ৫০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রাজস্থান পুলিশ।
জানা গিয়েছে, রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের (RPSC) অধীনে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এদিন, ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে গ্রুপ সি ক্যাটাগরির এই পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে পরীক্ষার প্রশ্নপত্র। ঘটনাটি চোখে পড়া মাত্রই তড়িঘড়ি রাজস্থান সরকার এদিনের পরীক্ষা বাতিল করে এবং ঘটনার তদন্তে নামে রাজস্থান পুলিশ।
রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি হরজি লাল বলেন, কী ভাবে প্রশ্নপত্র ফাঁস হল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদয়পুর থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে খবর এসেছিল। তারপর সেখান থেকেই এক স্কুলের ভাইস প্রিন্সিপাল সহ প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।
শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে রাজস্থানের নাগাউরের সংসদ হনুমান বেনিয়ওয়াল জানান, উদয়পুরে একটি বাসে বেশ কয়েকজন পরীক্ষার্থীর কাছে ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র রয়েছে বলে এদিন সকালে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (OSG) তল্লাশি অভিযান চালায়। কেরিয়া থানার কাছে বাসটিকে আটকে তল্লাশি চালাতেইচাকরিপ্রার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র উদ্ধার হয়। এরপরই ওই বাসে থাকা চাকরিপ্রার্থী ৪৪ জকে আটক করে পুলিশ। এপ্রসঙ্গে উদয়পুরের এসপি বিকাশ শর্মা বলেন, “প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৪৪ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ঝালোড়ের এক স্কুলের ভাইস প্রিন্সিপাল রয়েছেন। এছাড়া ভূরি সরণ এবং সুরেশ ঢাকা নামে দুজন প্রশ্নপত্র বিক্রি করেছিলেন বলে অভিযোগ।” অভিযুক্ত সকলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে আর বড় কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। ইতিমধ্যে এই ঘটনায় এরাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। এর মধ্যে রাজস্থানে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।