Maternity Leave: ছাত্রীরাও পাবেন মাতৃত্বকালীন ছুটি, বড় পদক্ষেপ কেরল বিশ্ববিদ্যালয়ের

গর্ভপাত করালেও ১৪ দিনের ছুটি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। ছাত্রীরা গর্ভবতী হলেও তাঁদের শিক্ষাবর্ষে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্যই মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হল বলে জানিয়েছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Maternity Leave: ছাত্রীরাও পাবেন মাতৃত্বকালীন ছুটি, বড় পদক্ষেপ কেরল বিশ্ববিদ্যালয়ের
প্রতীকি ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 5:48 PM

কোত্তায়াম: ছাত্রীদের জন্য এবার বড় পদক্ষেপ করল কেরল বিশ্ববিদ্যালয়। এবার থেকে কেরলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের (MGU) ১৮ বছর বয়সি ও তার ঊর্ধ্বে গর্ভবতী ছাত্রীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর জন্য তাঁদের শিক্ষাবর্ষে কোনও ছেদ পড়বে না। সিন্ডিকেট বৈঠকের পর বিবৃতি দিয়ে এই নয়া নির্দেশিকার জারি করেছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর সিটি অরবিন্দ কুমার।

জানা গিয়েছে, ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া নিয়ে শুক্রবার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে এক সিন্ডিকেট মিটিং হয়। ওই বৈঠকেই গর্ভবতী ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিষয়টি মঞ্জুর করা হয়। বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর সিটি অরবিন্দ কুমার জানান, ১৮ বছর বয়সি ও তার ঊর্ধ্বে গর্ভবতী ছাত্রীরা ৬০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর জন্য তাঁদের শিক্ষাবর্ষে কোনও ছেদ পড়বে না। গর্ভবতী অবস্থায় অথবা সন্তান প্রসবের পর- যে কোনও সময়ে ছুটি নিতে পারবেন ছাত্রীরা। তাঁরা কোন সময়ে ছুটি নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছাত্রীদের উপরেই ছেড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, গর্ভবতী অবস্থায় অথবা সন্তান প্রসবের পর ছাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অরবিন্দের কুমার আরও বলেন, “মাতৃত্বকালীন ছুটির মধ্যে সরকারি ছুটিগুলিও পড়ে যাবে। তবে অন্য কোনও ছুটি এই সময়কালে পাওয়া যাবে না।” এছাড়া গর্ভপাত করালেও ১৪ দিনের ছুটি পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। ছাত্রীরা গর্ভবতী হলেও তাঁদের শিক্ষাবর্ষে যাতে কোনও প্রভাব না পড়ে, তার জন্যই মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হল বলে জানিয়েছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন ছাত্রীরা কোনও সেমিস্টার দিতে না পারলেও তাঁদের বছর নষ্ট হবে না এবং পরবর্তী সেমিস্টার দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্র্যাকটিক্যাল, ল্যাব এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকই সিদ্ধান্ত নেবেন এবং মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট বাঞ্ছনীয় বলেও বিশ্ববিদ্যালয়ে তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে।