DoT officials: ‘সততা নিয়ে সন্দেহ’, টেলিকম মন্ত্রীর কড়া অবস্থানে অবসর ১০ আধিকারিকের
Ashwini Vaishnaw: অবসর নিতে বাধ্য হওয়া আধিকারিকদের মধ্যে নয় জন ডিরেক্টর পদমর্যাদার অফিসার। বাকি এক জন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার অফিসার।
নয়াদিল্লি: দুর্নীতির বিরুদ্ধে ফের কড়া অবস্থায় নিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। অতীতে রেল মন্ত্রকের পর এ বার টেলিকম মন্ত্রকের শীর্ষপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন তিনি। সততা নিয়ে প্রশ্ন ওঠায় টেলিকম মন্ত্রকের ১০ জন সিনিয়র আধিকারিককে অবসর নিতে বাধ্য করেছেন। শনিবার টেলিকম মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, অবসর নিতে বাধ্য হওয়া ওই ১০ সিনিয়র আধিকারিকদের মধ্যে এক জন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার অফিসার। এই প্রথম বার টেলিকম মন্ত্রকের কোনও কর্মীকে বাধ্যতামূলক অবসর নিতে হল। জানা গিয়েছে, ১৯৭২ সালের অবসর আইনের ৫৬ (জে) ধারায় অবসর হয়েছে ওই ১০ আধিকারিকের।
আধিকারিকদের অবসরের ব্যাপারে টেলিকম মন্ত্রকের এক সূত্র বলেছেন, “দুর্নীতির ব্যাপারে কোনও সহনশীলতা না দেখানোর নীতি নিয়েছে সরকার। এই ১০ আধিকারিকের সততা নিয়ে সন্দেহের মুখে পড়েছিল। ইতিমধ্যেই টেলিকম মন্ত্রক ১০ সিনিয়র আধিকারিকের অবসর মঞ্জুর করেছে। অবসর নিতে বাধ্য হওয়া আধিকারিকদের মধ্যে নয় জন ডিরেক্টর পদমর্যাদার অফিসার। বাকি এক জন জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার অফিসার।” নরেন্দ্র মোদী সরকারে আমলে প্রতি বছরই গুড গভর্নেন্স ডে পালিত হয়। সেই দিন পালনের এক দিন আগেই এ রকম কঠোর সিদ্ধান্ত নিল টেলিকম মন্ত্রক।
এ বছর সেপ্টেম্বর মাসেই এক সিনিয়র বিএসএনএল আধিকারিক ঘুমাচ্ছিলেন অশ্বিনী বৈষ্ণবের বৈঠকে। তাঁকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হয়েছিল। এর আগেও দেশবাসী কঠোর অবস্থান নিতে দেখেছেন অশ্বিনী বৈষ্ণবকে। রেল মন্ত্রী হিসাবেও আধিকারিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি। রেল মন্ত্রকের প্রায় ৪০ জন অফিসার অবসর নিতে বাধ্য হয়েছিলেন তাঁর আমলে। তার মধ্যে বিশেষ সেক্রেটারি পদমর্যাদার অফিসাররাও ছিলেন। কর্মক্ষমতার অভাব এবং সততা নিয়ে সন্দেহের জেরে অবসর নিয়ে হয়েছিল ওই রেল আধিকারিকদের।