Rajya Sabha Election: আগামী মাসেই রাজ্যসভার ৫৬ আসনের নির্বাচন

Rajya Sabha Election Date Announced: চলতি বছর লোকসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যসভার ৫৬ জন সাংসদের মেয়াদ পূর্ণ হচ্ছে। তাই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভার নির্বাচন হতে চলেছে। আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন হবে বলে দিন ঘোষিত হল। দিন ঘোষণার সঙ্গেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে।

Rajya Sabha Election: আগামী মাসেই রাজ্যসভার ৫৬ আসনের নির্বাচন
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Jan 29, 2024 | 3:26 PM

নয়া দিল্লি: চলতি বছরই লোকসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যসভার ৫৬ জন সাংসদের মেয়াদ পূর্ণ হচ্ছে। তাই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভার নির্বাচন হতে চলেছে। আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন হবে বলে দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (ECI)। যে ৫৬ জনের নির্বাচন হবে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ৫ সদস্য। তাঁরা হলেন, অভিষেক মনু সিংভি, শান্তনু সেন, নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রয়ারি রাজ্যসভার নির্বাচন হবে। ১৫টি রাজ্যের ৫৬টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যসভার নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, রাজ্যসভার যে ১৫ রাজ্যের ৫৬ সদস্যের মেয়াদ পূর্ণ হচ্ছে, তার মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ (৫), বিহার (৬), ওড়িশা (৩), ছত্তীশগঢ় (১), উত্তর প্রদেশ (১০), মধ্য প্রদেশ (৫), মহারাষ্ট্র (৬), অন্ধ্র প্রদেশ (৩), তেলঙ্গনা (৩), গুজরাত (৪), রাজস্থান (৩), হরিয়ানা (১), কর্নাটক (৪), উত্তরাখণ্ড (১) এবং হিমাচল প্রদেশ (১)। এই ১৫ রাজ্যের যে ৫৬ আসনের নির্বাচন হবে, তাঁদের মধ্যে ১৩ রাজ্যের ৫০ জনের মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর বাকি ২ রাজ্যের ৬ সদস্যের মেয়াদ পূর্ণ হবে আগামী ৩ এপ্রিল। তাই একসঙ্গে ৫৬ আসনের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।