Rajya Sabha polls: হিমাচলে জেতার উপায় নেই, গুজরাট থেকে নাড্ডাকে প্রার্থী করল বিজেপি

Rajya Sabha Elections: আসন্ন নির্বাচনে হিমাচল প্রদেশ থেকে একটি মাত্র রাজ্যসভা আসনেই ভোট হচ্ছে। হিমাচল বিধানসভায়, এই আসনটি জেতার মতো প্রয়োজনীয় শক্তি এখন নেই বিজেপির। বুধবার জেপি নাড্ডার পাশাপাশি, মহারাষ্ট্র থেকে প্রার্থী হিসেবে অশোক চভনের নাম ঘোষণা করা হয়েছে রাজ্যসভার প্রার্থী হিসেবে। সোমবার, কংগ্রেস ছেড়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Rajya Sabha polls: হিমাচলে জেতার উপায় নেই, গুজরাট থেকে নাড্ডাকে প্রার্থী করল বিজেপি
গুজরাট থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন জেপি নাড্ডাImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 14, 2024 | 3:19 PM

নয়া দিল্লি: দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে, গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। ২০১২ সাল থেকেই নাড্ডা হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। কিন্তু, বর্তমানে রাজ্যের ক্ষমতায় আছে কংগ্রেস। আসন্ন নির্বাচনে হিমাচল প্রদেশ থেকে একটি মাত্র রাজ্যসভা আসনেই ভোট হচ্ছে। হিমাচল বিধানসভায়, এই আসনটি জেতার মতো প্রয়োজনীয় শক্তি এখন নেই বিজেপির। বুধবার জেপি নাড্ডার পাশাপাশি, মহারাষ্ট্র থেকে প্রার্থী হিসেবে অশোক চভনের নাম ঘোষণা করা হয়েছে রাজ্যসভার প্রার্থী হিসেবে। সোমবার, কংগ্রেস ছেড়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার পরদিনই বিজেপিতে যোগ দিয়েছিলেন অশোক চভন।

এদিন, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি গুজরাটের চার আসনের এবং মহারাষ্ট্রের তিন আসনের রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। নাড্ডা ছাড়া গুজরাটের অন্য তিন বিজেপি প্রার্থী হলেন গোবিন্দভাই ঢোলাকিয়া, মায়াঙ্কভাই নায়ক এবং ডা. যশবন্তসিং পারমার। মহারাষ্ট্র থেকে অশোক চভনের পাশাপাশি প্রার্থী হয়েছেন মেধা কুলকার্নি এবং ডায় অজিত গোপছাড়ে। অন্যদিকে, একনাথ শিন্ডের শিবসেনা রাজ্যসভার প্রার্থী হিসেবে সদ্য কংগ্রেস থেকে আসা মিলিন্দ দেওরার নাম ঘোষণা করেছে।

গুজরাট ও মহারাষ্ট্রের পাশপাশি, এদিন আরও কয়েকটি রাজ্যের রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। মধ্যপ্রদেশ থেকে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, মায়া নরোলিয়া, বংশীলাল গুর্জর এবং উমেশনাথ মহারাইকে। ওড়িশা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।