রাম আমাদের প্রত্যেকের: ফারুক আব্দুল্লা
আমরা কাশ্মীরিরা ভারতকে আমাদের হৃদয়ের অংশ মনে করি, বললেন ফারুক
নয়া দিল্লি: নয়া দিল্লি: কাশ্মীর শব্দটার আজও একটা আলাদা পরিচিতি। শব্দটা উচ্চারণের সঙ্গেই যেন উঠে আসে উদ্বেগের ছবি। ভারতের বুকে থাকা এক টুকরো স্বর্গ, অথচ কাঁটা তারের বেড়া যেন একটা আশঙ্কার ভূখণ্ডকে পৃথক করে রেখেছে। ২০১৯-এর ৫ অগস্ট রাজ্যসভায় যখন কাশ্মীরের সেই ঐতিহাসিক বিল পড়ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশ তখন থমথমে। তারপর জল গড়িয়েছে অনেক। আজ, মঙ্গলবার সংসদে সেই কাশ্মীর নিয়ে ইতিবাচক ছবি চোখে পড়ল।
সংসদে আজ দিন শুরু হয়েছে মোদীর বক্তব্যে। কাশ্মীরের সাংসদ গুলাম নবি আজাদকে বিদায় জানাতে গিয়ে চোখে জল প্রধানমন্ত্রীর। আর দিনের শেষে ৪জি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানাতে ভুললেন না কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা। করোনার ভ্যাকসিনের জন্য ভারতীয় গবেষকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ঘাম-মূত্রের গন্ধ শুঁকেই কোভিড চিনে নেবে কুকুর, পরীক্ষায় সাফল্য মিলছে ভারতে
যদিও এ দিন চেনা বিরোধিতার সুরও শোনা গিয়েছে। কৃষি বিল নিয়ে সরব হয়েছেন ফারুক আব্দুল্লা। তিনি বলেছেন, ‘‘আমরা বিল তৈরি করেছি। যদি কৃষকরা তা নিয়ে আলোচনা চায়, তাতে কী হারাবেন আপনারা?’’ তাঁর কথায়, ‘‘আমরা এখানে বাধা দিতে আসিনি, সমাধান করতে এসেছি।’’
ধর্মের প্রসঙ্গ টেনে ফারুক আব্দুল্লা বলেন, কৃষি বিল কোনও ধর্মগ্রন্থ নয় যে তাতে কোনও পরিবর্তন করা যাবে না। তিনি বলেন, ‘‘রাম আমাদের প্রত্যেকের। আমি কোরান পাঠ করি মানে এই নয় যে কোরান শুধু আমাদের।’’ দীর্ঘদিন বন্দি থাকা ফারুক এদিন বলেন, ‘‘আমরা কাশ্মীরিরা ভারতকে আমাদের হৃদয়ের অংশ মনে করি। আমরা কখনও বলিনি, ভারতের অংশ নই। আমি আন্তর্জাতিক মঞ্চেও ভারতের মর্যাদা রক্ষা করেছি, কারণ বাইরের কেউ আমার দেশের সমালোচনা করুক এটা মেনে নিতে পারি না।’’