করোনাযুদ্ধে সামিল হবেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরাও, নমোকে জানালেন সামরিক প্রধান
চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানান, সেনাবাহিনীর যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা অবসর গ্রহণ করেছেন বা গত দুই বছরের মধ্যে অগ্রিম অবসর নিয়েছেন, তাঁদের কোভিড সেন্টারগুলিতে কাজ করার জন্য ডাকা হয়েছে।
নয়া দিল্লি: দেশের করোনা পরিস্থিতি নিয়ে একের পর এক জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি সামরিক বাহিনীর প্রধান বিপিন রাওয়াতের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কীভাবে সেনাবাহিনীর সাহায্য পাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করেন।
দেশে যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখের গণ্ডি পার করেছে, সেখানে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণের উপায় খুঁজতে বিভিন্ন শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন রাজ্যগুলির করোনা পরিস্থিতি পর্যালোচনায়।
এ দিনের বৈঠকে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানান, সেনাবাহিনীর যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা অবসর গ্রহণ করেছেন বা গত দুই বছরের মধ্যে অগ্রিম অবসর নিয়েছেন, তাঁদের কোভিড সেন্টারগুলিতে কাজ করার জন্য ডাক দেওয়া হয়েছে। এছাড়াও বাকি অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসারদেরও এমার্ডেন্সি হেল্পলাইনে করোনা রোগীদের সহায়তার কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে যে সমস্ত মেডিক্যাল অফিসাররা কম্যান্ড, ডিভিশন এবং বায়ু ও নৌসেনার হেড কোয়ার্টারে দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরাও এ বার থেকে বিভিন্ন কোভিড হাসপাতালের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে সেনার তরফে প্রকাশিত বিবৃতিতে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেনাবাহিনীর তরফে জানানো হয়, আপাতত সশস্ত্র বাহিনীর কাছে যত সংখ্যক অক্সিজেন রয়েছে, তা হাসপাতালগুলিকে দিয়ে দেওয়া হবে। চিকিৎসকদের সহায়তার জন্য প্রচুর সংখ্যক নার্সও পাঠানো হবে।
সিডিএসের তরফে জানানো হয়েছে, করোনা রোগীর চিকিৎসায় বহু সংখ্যক চিকিৎসা কেন্দ্র তৈরি করা হচ্ছে। মিলিটারি বাহিনীর কাছে যে সমস্ত চিকিৎসা পরিকাঠামো থাকে, তাও ব্যবহার করা হবে করোনা রোগীদের চিকিৎসায়।
দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে অক্সিজেন আনতে ভারতীয় বায়ু সেনা কী কী প্রস্তুতি নিয়েছে এবং আগামিদিনে কী পরিকল্পনা রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর প্রাক্তনকর্মীদের সহায়তায় কীভাবে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া ও সচেতনতা তৈরি করা যায়, সেই বিষয়েও জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: করোনা রিপোর্ট না থাকলেও হাসপাতালে ভর্তি নিতে হবে, নির্দেশ হাইকোর্টের