Rahul Gandhi: ‘অনুগত মহারাজারা’ বলতেই রাহুলের বিরুদ্ধে সরব রাজ পরিবারের সদস্যরা
Rahul Gandhi: রাহুলের এই মন্তব্য নিয়েই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ পরিবারগুলিতে। সেই সব পরিবারের উত্তরসূরীরা বলছেন, 'মহারাজারা কখনও তাদের কর্তব্য থেকে সরে আসেনি।'
নয়া দিল্লি: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দিয়েছিল, কীভাবে বিস্তার ঘটিয়েছিল, সেই সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে ভারতের মহারাজাদের কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর সেই মন্তব্য ঘিরেই রাহুল গান্ধীর সমালোচনায় সরব হয়েছে দেশের রাজ পরিবারগুলি।
কংগ্রেস নেতা এক সংবাদমাধ্যমের কলামে লিখেছেন, ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে চুপ করিয়ে রেখেছিল। শুধু ব্যবসা আর ক্ষমতা দিয়ে নয়, নিয়ন্ত্রণে রেখেছিল দেশকে। অনুগত মহারাজা আর নবাবদের হুমকি দিয়ে মুখবন্ধ করে দেওয়া হয়েছিল।’
রাহুলের এই মন্তব্য নিয়েই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ পরিবারগুলিতে। সেই সব পরিবারের উত্তরসূরীরা বলছেন, ‘মহারাজারা কখনও তাদের কর্তব্য থেকে সরে আসেনি।’
এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ১৯৪৭ সাল পর্যন্ত গোয়ালিয়রে রাজত্ব ছিল সিন্ধিয়া পরিবারের। সেই পরিবারের অন্যতম সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘ভারত মাতা-কে অপমান করা বন্ধ করুন। মহাদজি সিন্ধিয়া, যুবরাজ বীর তিকেন্দ্রজিৎ, রানি ভেলু নাচিয়ারদের মতো দেশের আসল হিরোদের চিনে নিন।’
রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী দিয়া কুমারীও এক্স মাধ্যমে রাহুলের মন্তব্যের বিরোধিতা করেছেন। জয়পুরের শেষ মহারাজা মান সিং-এর নাতনি দিয়া কুমারী। তিনি দাবি করেছেন, ঐক্যবদ্ধ ভারত গড়তে মহারাজাদের বড় ভূমিকা ছিল। তিনি লিখেছেন, “রাহুল গান্ধী ভিত্তিহীন অভিযোগ করছেন, যা গ্রহণযোগ্য নয়। আমাদের পরিবারের নিঃস্বার্থ লড়াইয়ের জন্য সারা দেশের মানুষ ভালবাসা দিয়েছে।”
I strongly condemn Mr RahulGandhi’s attempt to malign the erstwhile royal families of India in an editorial today.
The dream of integrated India was only possible because of the utmost sacrifice of the erstwhile royal families of India.
Baseless allegations made on the basis… pic.twitter.com/7uy23Q6I1w
— Diya Kumari (@KumariDiya) November 6, 2024