Anurag Thakur: ২০১৭ থেকে বিজ্ঞাপন বাবদ কত কোটি টাকা খরচ হয়েছে, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
Government Advertisement লিখিত বিবৃতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সরকার ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে চলতি মাসের ১২ জুলাই অবধি প্রিন্ট মিডিয়াতে ১ হাজার ৭৫৬ কোটি ৪৮ লক্ষ টাকা খরচ হয়েছে।
নয়া দিল্লি: বিরোধীদের তরফে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ করা হয়েছিল যে সরকারি কোষাগার থেক বিজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তি প্রচার করা হচ্ছে। সংসদে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দেওয়া তথ্য নিয়ে নতুন করে আবার এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভাতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বিবৃতি দিয়ে জানিয়েছেন, ২০১৭ থেকে পাঁচ বছরের মধ্যে প্রিন্ট ও ইলেক্ট্রেনিক মিডিয়াতে বিজ্ঞাপন দিতে মোট ৩ হাজার ৩৩৯ কোটি ৪৯ লক্ষ টাকা খরচ হয়েছে।
লিখিত বিবৃতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সরকার ২০১৭-১৮ অর্থবর্ষ থেকে চলতি মাসের ১২ জুলাই অবধি প্রিন্ট মিডিয়াতে ১ হাজার ৭৫৬ কোটি ৪৮ লক্ষ টাকা খরচ হয়েছে। ওই একই সময় ইলেক্ট্রেনিক মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে সরকারি কোষাগার থেকে মোট ১ হাজার ৫৮৩ কোটি ১ লক্ষ টাকা খরচ হয়েছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুরাগ ঠাকুর জানিয়েছেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনেকেশনের মাধ্যমে বিজ্ঞাপনের যাবতীয় টাকা খরচ করেছে কেন্দ্র। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুরাগ ঠাকুর বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মাধ্যমে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রক কোনও টাকা খরচ করেনি।
অন্যদিকে, কংগ্রেসের পরিষদীয় দলের নেতা অধীর চৌধুরীর ‘রাষ্ট্রপত্নি’ মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই আখ্যা দেওয়ায় বিজেপি সাংসদরা কংগ্রেস সাংসদের ক্ষমা প্রার্থনা করেন। এই নিয়ে সনিয়া গান্ধীকেও আক্রমণ করেন বিরোধী সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর উত্তপ্ত বাদানুবাদ হয়েছে। বিরোধীদের আলোচনা মেনে সরকার মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি হবে না কি না, সেদিকেই নজর থাকবে সকলের।