White Tiger: নন্দনকাননে এল নতুন ৩ অতিথি
সাদা বাঘিনীর ৩ সন্তানের মধ্যে একটি শাবকের গায়ের রঙ সাদা এবং দুটি লাল রঙের বলে সূত্র মারফর জানা গিয়েছে। এই ৩টি শাবকের জন্মের ফলে বর্তমানে নন্দনকানন জুলজিক্যাল পার্কে মোট বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮।
ভুবনেশ্বর: পৌষে সুখবর! নন্দনকাননে এল নতুন ৩ অতিথি। নন্দনকাননের সাদা বাঘিনী রূপা ৩ শাবকের জন্ম দিয়েছে। শুক্রবার নন্দনকানন জুলজিক্যাল পার্কের তরফে রূপার ৩ সন্তান জন্ম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ৩টি শাবকের জন্মের ফলে বর্তমানে নন্দনকানন জুলজিক্যাল পার্কে মোট বাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮।
নন্দনকানন জুলজিক্যাল পার্ক সূত্রে খবর, নন্দনকানন জুলজিক্যাল পার্কের সাড়ে ৪ বছর ধরে রয়েছে সাদা বাঘিনী রূপা। শুক্রবার পার্কের ২১ নম্বর খাঁচায় ৩ সন্তানের জন্ম দেয় রূপা। সাদা বাঘিনীর ৩ সন্তানের মধ্যে একটি শাবকের গায়ের রঙ সাদা এবং দুটি লাল রঙের বলে সূত্র মারফর জানা গিয়েছে। আপাতত ৩টি শাবককে তাদের মা, রূপার সঙ্গে রাখা হয়েছে এবং সিসিটিভি-তে তাদের উপর নজরদারি চালানো হচ্ছে বলে নন্দনকানন জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে।
জানা গিয়েছে, সাদা বাঘিনী হিসাবে নন্দনকানন জুলজিক্যাল পার্কে যথেষ্ট প্রভাব রয়েছে রূপার। তার ৩টি সন্তানের বাবা হল রয়্যাল বেঙ্গল টাইগার রাজেশ। তার সঙ্গে মিলনের ১০৫ দিন পর ৩ সন্তানের জন্ম দিল রূপা।
প্রসঙ্গত, গত মার্চেও ৩ সন্তানের জন্ম দিয়েছিল রূপা। তবে জন্মানোর দিন দশেক পরেই ৩ শাবকের মধ্যে একজনের মৃত্যু হয়। অসুস্থতার জেরেই রূপার ৩ সন্তানের মধ্যে একজনের মৃত্যু হয় বলে নন্দনকানন জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ জানায়। ফলে এবার রূপা ও তার সন্তানদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে পার্ক সূত্রে জানা গিয়েছে।
গত বছর এপ্রিলেও নন্দনকানন জুলজিক্যাল পার্কে ৩ ব্যাঘ্র শাবকের জন্ম হয়। সেবার রয়্যাল বেঙ্গল টাইগ্রেস মেঘা ৩ সন্তানের জন্ম দেয়। তার একমাস আগে গত মার্চে নন্দনকাননের আরেক বাঘিনী বিজয়া একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছিল। তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে। সবমিলিয়ে, এখন নন্দনকাননে বাঘের ঘরে ভরা সংসার।