Samajwadi Party: বাবরি মসজিদের একটা ছবি পোস্ট, তাতেই ভাঙল মহা বিকাশ আগাড়ি জোট
MVA: আজ মহারাষ্ট্র বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। মহা বিকাশ আগাড়ির বিধায়করা এই অনুষ্ঠান বয়কট করলেও, সপার দুই বিধায়ক বিধানসভায় গিয়ে শপথ নেন।
মুম্বই: ভাঙল মহা বিকাশ আগাড়ি। মহারাষ্ট্রের বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গেল সমাজবাদী পার্টি। নাহ, বিধানসভা নির্বাচনের ব্যর্থতার জন্য নয়, বাবরি মসজিদ ভাঙা নিয়ে উদ্ধব ঠাকরের শিবসেনার বিতর্কিত পোস্টের জেরেই এই সিদ্ধান্ত নিল অখিলেশ যাদবের দল।
শিবসেনা (ইউবিটি) নেতা মিলিন্দ নারভেকর বাবরি মসজিদ ধ্বংসের ৩২ বছর পূর্তিতে পোস্ট করেছিলেন। বাবরি মসজিদ ভাঙার ছবি, তার সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে, উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও নিজের ছবি পোস্ট করেন। পোস্টে লেখেন, “যারা এই কাজ করেছিল, তাদের উপরে গর্বিত।”
— Milind Narvekar (@NarvekarMilind_) December 5, 2024
প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভায় সমাজবাদী পার্টির দুইজন বিধায়ক রয়েছে। আজ মহারাষ্ট্র বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। মহা বিকাশ আগাড়ির বিধায়করা এই অনুষ্ঠান বয়কট করলেও, সপার দুই বিধায়ক বিধানসভায় গিয়ে শপথ নেন।
সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি আবু আসিম আজমি বলেন, “সমাজবাদী পার্টি কখনও সাম্প্রদায়িক চিন্তাধারার সঙ্গে থাকতে পারে না। তাই আমরা মহা বিকাশ আগাড়ি থেকে নিজেদের আলাদা করে নিচ্ছি। বাবরি মসজিদ ধ্বংসের জন্য অভিনন্দন জানিয়েছে উদ্ধব ঠাকরের দলের নেতা। আমরা মহা বিকাশ আগাড়ি ছাড়ছি। আমি অখিলেশ যাদবজীর সঙ্গে কথা বলছি। যদি এমভিএ-র কেউ এই ধরনের কথা বলে, তবে বিজেপি এবং তাদের মধ্যে পার্থক্য কী থাকবে? আমরা কেন ওদের সঙ্গে থাকব?”