সন্ত্রাসীদের নাকি আশ্রয় দেয় না! পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিল ভারত

Masood Azhar: কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার। ২০০১ সালে ভারতীয় সংসদে হামলা থেকে শুরু করে ২০১৬ সালের পাঠানকোটে হামলা, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পিছনে অন্যতম চক্রী ছিলেন মাসুদ আজহার। রাষ্ট্রপুঞ্জের তরফেও ২০১৯ সালে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে মাসুদকে।

সন্ত্রাসীদের নাকি আশ্রয় দেয় না! পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিল ভারত
মাসুদ আজহার।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 07, 2024 | 12:47 PM

নয়া দিল্লি: সন্ত্রাসবাদকে নাকি আশ্রয় দেয় না পাকিস্তান! এদিকে পাকিস্তানের বুকে দাঁড়িয়েই ভাষণ দিচ্ছেন জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহার। মাসুদের ভাষণ দেওয়ার ভিডিয়ো সামনে আসতেই পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান যে মিথ্যাচার করে, তা ফাঁস হয়ে গিয়েছে বলেই জানাল বিদেশ মন্ত্রক।

কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার। ২০০১ সালে ভারতীয় সংসদে হামলা থেকে শুরু করে ২০১৬ সালের পাঠানকোটে হামলা, ২০১৯ সালে পুলওয়ামা হামলার পিছনে অন্যতম চক্রী ছিলেন মাসুদ আজহার। রাষ্ট্রপুঞ্জের তরফেও ২০১৯ সালে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হয়েছে মাসুদকে।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে মাসুদ আজহার। যদিও এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে পাকিস্তান। এবার জইশ প্রধানকে পাকিস্তানের বাহাওয়ালপুরে জনসমক্ষে ভাষণ দিতে দেখা গেল। বিদেশ মন্ত্রকের তরফে এই ঘটনারই প্রতিক্রিয়ায় বলা হয়েছে যে এই রিপোর্ট যদি সত্যি হয়, তবে সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা মাসুদ আজহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করি। ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানে মাসুদ আজহারের অস্তিত্ব অস্বীকার করা হয়েছিল। যদি এই রিপোর্ট সত্যি হয়, তবে পাকিস্তানের মিথ্যাচারিতা ফাঁস হয়ে গিয়েছে। মাসুদ আজহার ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।”