‘কারসাজি’ করে আবাস যোজনায় ঘর পেয়েছেন? ধরা পড়লে শুধু বদনাম না, রেহাই নেই এই শাস্তি থেকে…

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা আনা হয়েছিল গরিব ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাথার উপরে একটা পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য। যাতে যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পান, তার জন্য আবাস যোজনার আবেদনে একাধিক শর্তাবলীও আরোপ করা হয়েছে। কিন্তু অনেকেই ভুয়ো তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আবাসের সুবিধা নেন।

'কারসাজি' করে আবাস যোজনায় ঘর পেয়েছেন? ধরা পড়লে শুধু বদনাম না, রেহাই নেই এই শাস্তি থেকে...
প্রতীকী চিত্র।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 07, 2024 | 6:20 PM

নয়া দিল্লি: আবাস যোজনা নিয়ে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ। গরিব মানুষদের বঞ্চিত করে, আবাসের টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে অবৈধভাবে আবাস যোজনার সুবিধা নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। দুর্নীতি রুখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে নানা পদক্ষেপ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে আবাস যোজনার আবেদন। তবে জানেন কি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেউ যদি জালিয়াতি করে সুবিধা গ্রহণ করেন বা টাকা নেন, তবে কড়া শাস্তির মুখে পড়তে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা আনা হয়েছিল গরিব ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাথার উপরে একটা পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য। যাতে যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পান, তার জন্য আবাস যোজনার আবেদনে একাধিক শর্তাবলীও আরোপ করা হয়েছে। কিন্তু অনেকেই ভুয়ো তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আবাসের সুবিধা নেন।

কেউ যদি আবাস যোজনায় ভুয়ো তথ্য দিয়ে সরকারি আর্থিক সুবিধা নেন, তবে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। ভারতীয় ন্যয় সংহিতার  অধীনে আর্থিক জরিমানা বা জেল কিংবা উভয়ই শাস্তি পেতে হতে পারে। অপরাধের গুরুত্বের উপরে আর্থিক জরিমানার অঙ্ক নির্ভর করে।

তবে নিয়ম অনুযায়ী, প্রতারণা করে আবাস যোজনার সুবিধা নিলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। এছাড়া জরিমানাও করা হতে পারে। অপরাধ প্রমাণিত হলে, অপরাধীকে আবাস যোজনায় প্রাপ্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে।

পরবর্তী সময়ে অভিযুক্ত অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হবেন। তাই আবাস দুর্নীতি করার আগে দু’বার ভাবা দরকার।