Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satta Sanmelan: ‘সহজ, সরল, সৌম্য স্বভাবের মানুষ মোদী’, কেন ভোট দেবে মানুষ, জানালেন রাজনাথ

Rajnath Singh: সাক্ষাৎকারের সঞ্চালক রাজনাথকে তাঁর সহজ, সরল অভিব্যক্তি এবং সৌম্য দর্শনের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। এর জবাবে রাজনাথ জানান, তিনি কতটা সহজ, সরল সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহজ, সরল স্বভাবে তিনি মুগ্ধ। গত কয়েক বছরে মোদীর সেই স্বভাব কোন কোন বিষয়ে প্রকাশ্যে এসেছে তাও বিস্তারিত জানিয়েছেন রাজনাথ।

Satta Sanmelan: 'সহজ, সরল, সৌম্য স্বভাবের মানুষ মোদী', কেন ভোট দেবে মানুষ, জানালেন রাজনাথ
রাজনাথ সিংImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Feb 28, 2024 | 2:32 PM

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত সত্তা সম্মেলনে মঙ্গলবার হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অনুষ্ঠানে নিজের বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু গুণের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। সাক্ষাৎকারের সঞ্চালক রাজনাথকে তাঁর সহজ, সরল অভিব্যক্তি এবং সৌম্য দর্শনের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। এর জবাবে রাজনাথ জানান, তিনি কতটা সহজ, সরল সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহজ, সরল স্বভাবে তিনি মুগ্ধ। গত কয়েক বছরে মোদীর সেই স্বভাব কোন কোন বিষয়ে প্রকাশ্যে এসেছে তাও বিস্তারিত জানিয়েছেন রাজনাথ।

নরেন্দ্র মোদী সৌম্য স্বভাব প্রসঙ্গে রাজনাথ বলেছেন, “আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার থেকে অনেক বেশি সহজ, সরল এবং সৌম্য। সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে মোদী যত সহজে মিশতে পারেন, তা অকল্পনীয়। গোটা দেশ দেখেছে মোদী কীভাবে সাফাইকর্মীর পা ধুইয়ে দিয়েছেন। বিভিন্ন সময় গবির পরিবারের সঙ্গে মোদী যে রকম সরলভাবে কথা বলেছেন, আমার মনে হয় তা থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত।” মোদীর মতো হতে না পারলেও নিজের মনে যে তিনি অহঙ্কার জন্মাতে দেননি সে কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে বলেছেন, “ঈশ্বরের কৃপায় আমার মনে অহঙ্কার জন্মায়নি। ভগবানের কাছে প্রার্থনা করব, কোনওদিন যেন তা আমার মধ্যে না হয়। যাঁর ভিতর অহঙ্কার আছে. তিনি সমাজের কাছে কখনও বড় হতে পারেন না।”

এর পাশাপাশি মোদীর নেতৃত্বে দেশ কীভাবে সমস্ত ক্ষেত্রে উন্নতি করেছে, তার তালিকাও দিয়েছেন রাজনাথ। অর্থনীতির বিষয়ে ভারতের ধারাবাহিক উন্নতির প্রসঙ্গ উত্থাপন করেছেন। সেই সঙ্গে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির জেতা নিয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। সেই সঙ্গে তাঁর ভবিষ্যদ্বাণী, “কেবল তৃতীয় বারের জন্য নয়। চতুর্থ বারের জন্যও ক্ষমতায় আসবে মোদী সরকার।” নরেন্দ্র মোদীর প্রতি দেশবাসীর ভালবাসাই তাঁকে ক্ষমতায় বসিয়ে রাখবে বলেও মনে করেন রাজনাথ।