School Child died: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৭ খুদে পড়ুয়া ও আহত ৪

দ্রুত গতিতে আসা একটি ট্রাক ছাত্র-ছাত্রীবোঝাই একটি অটোর পিছনে সজোরে ধাক্কা মারে। অটোটি একেবারে উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে।

School Child died: স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৭ খুদে পড়ুয়া ও আহত ৪
ছত্তিশগঢ়ে ট্রাকের ধাক্কায় তছনছ অটো। ছবি সৌজন্য: এএনআই।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 8:06 PM

রায়পুর: ট্রাকের ধাক্কায় কার্যত উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ল খুদে ছাত্র-ছাত্রীবোঝাই একটি অটো। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ খুদে পড়ুয়ার। গুরুতর জখম হয়েছে আরও ৪ জন। আহত হয়েছেন অটোচালকও বৃহস্পতিবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে ছত্তিশগঢ়ের (Chattisgarh) কানকের জেলা। খবর পেয়েই আহত ছাত্রীদের সবরকম চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel)। মৃত ছাত্রীদের পরিবারের প্রতিও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বাস্তারের আইজি পি সুন্দররাজ জানান, কোরার গ্রামে চৈতালী চকের কাছে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ছাত্র-ছাত্রীবোঝাই একটি অটোর পিছনে সজোরে ধাক্কা মারে। অটোটি একেবারে উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে এবং ব্রেক টুকরো-টুকরো হয়ে যায়। এই দুর্ঘটনায় ৭ খুদে পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৪ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অটোচালকও গুরুতর জখম হয়েছেন। তবে ঘাতক ট্রাকচালককে ধরা যায়নি। সে পালিয়েছে। তার খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আইজি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্কুল থেকে অটোয় করে বাড়ি ফিরছিল জনা দশেক খুদে পড়ুয়া। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে তারা। হঠাৎ করেই দ্রুতগতিতে আসা একটি ট্রাক অটোটির পিছনে ধাক্কা মারে। এরপর পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অটোচালকও গুরুতর জখম হয়েছেন। তাঁকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করায় পুলিশ।

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই দুঃখপ্রকাশ করে টুইট করেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। দুর্ঘটনায় মৃত ছাত্রীদের পরিবারকে সবরকম সহায়তা করার ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। আহত ছাত্রীদেরও যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করার ব্যাপারে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।