Amit Shah: ইন্দিরা-রাজীব হত্যার প্রসঙ্গ তুলে রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, শাহকে চিঠি কংগ্রেসের

Congress writes to Amit Shah: ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তা দিতে ব্যর্থ দিল্লি পুলিশ। রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমিত শাহকে চিঠি দিল কংগ্রেস।

Amit Shah: ইন্দিরা-রাজীব হত্যার প্রসঙ্গ তুলে রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, শাহকে চিঠি কংগ্রেসের
রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমিত শাহকে চিঠি দিল কংগ্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2022 | 5:26 PM

নয়া দিল্লি: জেড + ক্যাটেগরির নিরাপত্তা পান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, ভারত জোড়ো যাত্রা নয়া দিল্লিতে প্রবেশের পর রাহুলের সেই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হয়েছিল এবং ভিড় নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ। বুধবার গুরুতর অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল চিঠিতে বলেছেন, “সরকারের প্রতিহিংসামূলক রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়।” কন্যাকুমারী থেকে কাশ্মীর, ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ করার জন্য অনুরোধ করা হয়েছে অমিত শাহকে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ। কাজেই দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা মানে, সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের দিকেই আঙুল তোলা।

গত ২৪ ডিসেম্বর বদরপুর সীমান্ত দিয়ে নয়া দিল্লিতে প্রবেশ করেছিল ভারত জোড়ো যাত্রা। এরপর, রাহুল গান্ধীর নেতৃত্বে যাত্রা এগিয়ে গিয়েছিল লাল কেল্লার দিকে। কিন্তু, পথে বহু মানুষ রাহুল গান্ধীর সঙ্গে সেলফি তোলার জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতির খুব কাছাকাছি এসে পড়েছিলেন। চূড়ান্ত বিশৃঙ্খল পরিবেশে প্রায় পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

সেই ঘটনার একটি ১.০৯ মিনিটের ভিডিয়ো প্রকাশ করে চিঠিতে কেসি বেণুগোপাল অভিযোগ করেছেন, “একাধিক ক্ষেত্রে ভারত জোড়ো যাত্রার নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে এবং দিল্লি পুলিশ ক্রমবর্ধমান ভিড়কে নিয়ন্ত্রণ করতে এবং রাহুল গান্ধীর চারপাশে নিরাপত্তার বলয় বজায় রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, কংগ্রেস নেতা-কর্মীদের নিরাপত্তা বলয় তৈরি করতে হয়েছিল। দিল্লি পুলিশ সেই সময় নীরব দর্শক হয়ে ছিল।”

এর পাশাপাশি, হয়রানির উদ্দেশ্যে ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির অফিসাররা। অমিত শাহকে দেওয়া চিঠিতে এমনও অভিযোগ করেছেন বেণুগোপাল। এছাড়া, গত ২৩ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের উপস্থিতি সম্পর্কে হরিয়ানার সোহনা সিটি থানায় কংগ্রেসের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছিল বলেও জানিয়েছেন বেণুগোপাল।

বেণুগোপাল আরও বলেন, “কংগ্রেস দলের দুই প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং শ্রী রাজীব গান্ধী দেশের একতা ও অখণ্ডতা রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। ২০১৩ সালের ২৫ মে জিরামঘাটিতে নকশালদের হামলায় ছত্তিশগড়ে কংগ্রেসের সমগ্র রাজ্য নেতৃত্বকে নিশ্চিহ্ন করা হয়েছিল।” এই প্রেক্ষিতে এরপর পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের মতো সংবেদনশীল রাজ্যে রাহুল গান্ধী এবং ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া বাকি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে অমিত শাহকে।