Heeraben Modi: অসুস্থ হীরাবেন, ‘কঠিন সময়ে’ প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী
Heeraben Modi hospitalized: অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। এই অবস্থায় প্রধানমন্ত্রীর াশে দাঁড়ানোর বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নয়া দিল্লি: বয়সজনিত অসুস্থতা নিয়ে বুধবার আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই ‘কঠিন সময়ে’ প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। হিন্দি ভাষায় টুইট করে রাহুল বলেছেন, “”মা ও ছেলের ভালোবাসা চিরন্তন ও অমূল্য। মোদীজি, এই কঠিন সময়ে আমি আপনাকে আমার ভালবাসা এবং সমর্থন জানাই। আশা করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।
मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।
— Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2022
শুধু রাহুল গান্ধী নন, হীরাবেন মোদীর দ্রুত আরোগ্য় কামনা করেছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। হিন্দিতে টুইট করে খাড়্গে বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
प्रधानमंत्री @narendramodi जी की माताजी के स्वास्थ्य लाभ की हम कामना करते हैं।
आशा है कि वे जल्द से जल्द स्वस्थ हो जाएँ।
— Mallikarjun Kharge (@kharge) December 28, 2022
বুধবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর। আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। এরপরই তড়িঘড়ি তাঁকে আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালের কার্ডিওলজি রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। হীরাবেন মোদীকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে, কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর অবস্থা স্থিতিশীল। হীরাবেন মোদী হাসপাতালে ভর্তি হওয়ার পর, গুজরাটের একের পর এক বিজেপি বিধায়করা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ভিড় জমিয়েছেন হাসপাতালে।
অসুস্থ মায়ের পাশে থাকতে আমেদাবাদে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই নয়া দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে এসে পৌঁছবেন তিনি। প্রধানমন্ত্রীর আসছেন বলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বরাবরই মায়ের অত্যন্ত ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী মোদী। বিভিন্ন ক্ষেত্রে এই ঘনিষ্ঠতা প্রকাশও করেছেন তিনি। কোনও বড় কাজ করার আগে সবসময়ই তাঁকে দেখা গিয়েছে মায়ের আশীর্বাদ নিতে।