PM Modi Mother Hospitalized Live: ‘দু’দিনেই ছেড়ে দেওয়া হতে পারে’, স্বাস্থ্যের উন্নতি হীরাবেনের
Narendra Modi's mother Heeraben: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নরেন্দ্র মোদীর মা হীরাবেনকে।
আমেদাবাদ: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে। বুধবার তাঁকে আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমমন্ত্রী তাঁর মাকে দেখতে ওই হাসপাতালে যেতে পারেন বলে সূত্রের খবর। হীরাবেন ভর্তি হওয়ার পর হাসপাতালের সামনে বাড়ানো হল নিরাপত্তা।
LIVE NEWS & UPDATES
-
নিজের ক্ষমতা বুঝুন, সেই সামর্থ্য অনুযায়ী পড়াশোনা করুন
মাঝারি মানের পড়ুয়ারা কীভাবে ভাল পরীক্ষা দেবেন, সেই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এক ছাত্রীকে বলেন, “প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই যে আপনি বোঝেন, আপনি মাঝারি মানের পড়ুয়া। অধিকাংশ মানুষই সাধারণ মানুষের হন। অসাধারণ মানুষ খুব কমই হন। তবে সাধারণ মানুষও সাধারণ কাজ করে অসামান্য হয়ে উঠতে পারেন। দেশের বিশিষ্ট ব্যক্তিদর উদাহরণ দেখলেই তা বোঝা যায়। নিজেদের ক্ষমতা বোঝা প্রয়োজন। নিজের সামর্থ্য় অনুযায়ীই কাজ করা উচিত। আমাদের সরকারকেও সকলে সাধারণ সরকার বলে মনে করেছিল। কিন্তু সেই সাধারণ সরকারই অসাধারণ কাজ করে দেখিয়েছে।”
-
স্বাস্থ্যের উন্নতি হীরাবেন মোদীর
বৃহস্পতিবার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর। এক দু’দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়াও হতে পারে বলে জানা গিয়েছে। আজ গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, “হীরাবার স্বাস্থ্য ভাল রয়েছে। ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এক কি দু’দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গতকাল রাতেই তাঁকে খেতে দেওয়া হয়েছে।”
-
-
আরোগ্য কামনা করলেন মমতা
নরেন্দ্র মোদীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Pray for the speedy recovery and good health of PM Shri @narendramodi’s mother. May she get well soon.
— Mamata Banerjee (@MamataOfficial) December 28, 2022
-
দ্রুত আরোগ্য কামনা করলেন চন্দ্রবাবু নাইডু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করলেন এন চন্দ্রবাবু নাইডু। টুইটে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী হাসপাতালে ভর্তি হয়েছেন জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”
प्रधानमंत्री @narendramodi जी की माताजी के स्वास्थ्य लाभ की हम कामना करते हैं।
आशा है कि वे जल्द से जल्द स्वस्थ हो जाएँ।
— Mallikarjun Kharge (@kharge) December 28, 2022
-
হীরাবেনের জন্য পূজা বারাণসীতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের দ্রুত আরোগ্যকামনা করে জন্য বারাণসীর অস্সি ঘাটে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলেন বারাণসীর ব্রাহ্মণরা।
#WATCH?️ #Varanasi में पीएम मोदी की मां हीराबेन के स्वास्थ्य के लिए अनुष्ठान। काशी के विद्वानों ने किया महामृत्युंजय का पाठ। अस्सी स्थित शिवालय में हुआ महामृत्युंजय पाठ, 11 ब्राह्मणों ने किया 11 हजार मंत्रों का जाप।#VaranasiNews #Hiraba
? by : @clickanchal pic.twitter.com/VDry4GLXkO
— inextlive (@inextlive) December 28, 2022
-
-
হাসপাতাল ছাড়লেন প্রধানমন্ত্রী
মায়ের সঙ্গে দেখা করার পর আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতাল ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
সুস্বাস্থ্য কামনা করলেন খাড়্গে
হীরাবেন মোদীর দ্রুত আরোগ্য় কামনা করলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। হিন্দিতে টুইট করে খাড়্গে বলেছেন, “আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
प्रधानमंत्री @narendramodi जी की माताजी के स्वास्थ्य लाभ की हम कामना करते हैं।
आशा है कि वे जल्द से जल्द स्वस्थ हो जाएँ।
— Mallikarjun Kharge (@kharge) December 28, 2022
-
আহমেদাবাদে প্রধানমন্ত্রী
গুজরাটের আহমেদাবাদে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
-
দ্রুত আরোগ্য কামনা করলেন রাহুল গান্ধী
হীরাবেন মোদীর দ্রুত আরোগ্য কামনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। টুইটে তিনি বলেন, “মা ও ছেলের ভালোবাসা চিরন্তন ও অমূল্য। মোদীজি, এই কঠিন সময়ে আমি আপনার সঙ্গে আছি। আশা করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।
मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।
— Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2022
-
হাসপাতালে দর্শনাবেন ভাঘেলা এবং কৌশিক জৈন
হাসপাতালে পৌঁছেছেন গুজরাটের বিজেপি বিধায়ক দর্শনাবেন ভাঘেলা এবং কৌশিক জৈন।
-
আসছেন প্রধানমন্ত্রী
মা হীরাবেন মোদীকে দেখতে আহমেদাবাদে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হল হাসপাতালের নিরাপত্তা।
-
হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল
ইউএম মেহতা হাসপাতালের তরফ থেকে জানানো হল মোদীর মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি।
-
ডিসেম্বরেই মায়ের সঙ্গে দেখা হয়েছিল মোদীর
চলতি বছরের ১৮ জুন ১০০ বছরে পা দেন হীরাবেন মোদী। গত ৪ ডিসেম্বর গুজরাটের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করেছিলেন মোদী। পরের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দেন হীরাবেন।
-
একে একে বিধায়কেরা যাচ্ছেন হাসপাতালে
বুধবার সকালে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় প্রধানমন্ত্রীর মায়ের। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর একে একে গুজরাটের বিধায়কেরা পৌঁছচ্ছেন সেখানে।
Published On - Dec 28,2022 1:36 PM