J&K Terrorist: বড়সড় অনুপ্রবেশ রুখল নিরাপত্তা বাহিনী, নিকেশ ১ জঙ্গি, এখনও চলছে গুলির লড়াই

Infiltration: সেনা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, উরি সেক্টরের সাবুরা নালার কাছ থেকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল জঙ্গিরা। সেনা বাহিনীর চিনার কর্পসের সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশও এই অভিযানে যোগ দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

J&K Terrorist: বড়সড় অনুপ্রবেশ রুখল নিরাপত্তা বাহিনী, নিকেশ ১ জঙ্গি, এখনও চলছে গুলির লড়াই
চলছে নিরাপত্তা বাহিনীর টহল।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Apr 05, 2024 | 12:03 PM

শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। নিয়ন্ত্রণ রেখা থেকে অনুপ্রবেশ রুখে দিল নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে। এখনও অভিযান চলছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। কিন্তু ভারতীয় সেনা বাহিনীর তৎপরতায় সেই অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়।

সেনা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, উরি সেক্টরের সাবুরা নালার কাছ থেকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল জঙ্গিরা। সেনা বাহিনীর চিনার কর্পসের দেখতে পেয়েই রুখে দাঁড়ায়। জম্মু-কাশ্মীর পুলিশও এই অভিযানে যোগ দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে। দুই পক্ষের মধ্যে গোলাগুলি এখনও চলছে।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে জঙ্গি গতিবিধির খবর পাওয়া যায় গোপন সূত্রে। ভারতীয় সেনা বাহিনী দেখতে পায়, সাবুরা নালার পথ ধরে অনুপ্রবেশের চেষ্টা করছে কয়েকজন জঙ্গি। সেনাবাহিনীকে দেখতে পেয়েই তারা গুলি চালায়। পাল্টা গুলি চালায় সেনা বাহিনীও। শুরু হয় গুলির লড়াই।  অতিরিক্ত বাহিনীও আনা হয় আন্তর্জাতিক সীমান্তে। বেগতিক বুঝে সীমান্তের ওপারে পালিয়ে যায় জঙ্গিরা। তবে সেনার গুলিতে মৃত্য়ু হয় এক জঙ্গির। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। এখনও তল্লাশি অভিযান চলছে।