৩২ জনকে কথা দিয়েছিলেন বিয়ে করার, ষষ্ঠ বিয়ের আগেই স্ত্রীর অভিযোগে ধৃত স্বঘোষিত ‘বাবা’!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাকি পাণ্ডে নামে বিভিন্ন বিয়ের সাইটে মহিলাদের সঙ্গে কথা বলতেন। বর্তমানে ৩২ জনের সঙ্গেই আলাপচারিতা ছিল তাঁর।

৩২ জনকে কথা দিয়েছিলেন বিয়ে করার, ষষ্ঠ বিয়ের আগেই স্ত্রীর অভিযোগে ধৃত স্বঘোষিত 'বাবা'!
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 2:29 PM

কানপুর: বরের সাজে রওনা দিয়েছিলেন বিয়েবাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাধ সাধল কপাল। পঞ্চম স্ত্রী পুলিশে খবর দিয়ে দেওয়া ভেস্তে গেল স্বঘোষিত ‘বাবা’র ষষ্ঠ বিয়ে। পুলিশি জেরায় জানা গিয়েছে, বিভিন্ন বিয়ের ওয়েবসাইটে আরও ৩২ জন মহিলার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সকলকেই বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

শুক্রবার কানপুর পুলিশ ওই স্বঘোষিত বাবাকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম অনুজ চেতন কাঠেরিয়া। এর আগে পাঁচটি বিয়ে করলেও কোনও স্ত্রীকেই আগের বিয়ে সম্পর্কে জানতে দেননি। তবে পঞ্চম স্ত্রী তাঁর স্বামীর পরবর্তী বিয়ের পরিকল্পনা জানতে পেরেই পুলিশে খবর দেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পাঁচ বিয়ের গল্প-

পুলিশি জেরায় জানা গিয়েছে, অনুজ কাঠেরিয়া নামক ওই ব্যক্তি প্রথম বিয়ে করেন ২০০৫ সালে। কয়েক বছর বাদেই ডিভোর্সের আবেদন করেন তাঁর স্ত্রী। এখনও অবধি সেই মামলার মীমাংসা না হলেও ২০১০ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। সেই পক্ষের স্ত্রীও ডিভোর্সের আবেদন জানান। এর চার বছর পর অর্থাৎ ২০১৪ সালে তিনি তৃতীয় বিয়ে করেন। কয়েক বছরের মধ্যেই তৃতীয় স্ত্রীয়ের মাসতুতো বোনকে বিয়ে করেন। চতুর্থ স্ত্রী আগের বিয়ের কথাগুলি জানতে পেরেই আত্মহত্যা করেন। ২০১৯ সালে তিনি পঞ্চম বিয়ে করেন। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই স্ত্রীকে যৌন হেনস্থা করতে শুরু করেন তিনি। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও জানান স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০১৬ সালেও ওই ব্যক্তিকে তাঁর ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। লাকি পাণ্ডে নামে বিভিন্ন বিয়ের সাইটে তিনি নাম নথিভুক্ত করেছিলেন। সেখানে কোনও মহিলার কাছে নিজেকে সরকারি স্কুল শিক্ষক, কারোর কাছে ব্যবসায়ী, কিংবা তান্ত্রিক হিসাবে পরিচয় দিতেন। এদের মধ্যে অধিকাংশকেই তিনি একটি আশ্রমে দেখা করা জন্য ডাকতেন। সেখানেই তন্ত্র-মন্ত্রের নাম করে ওই মহিলাদের ফাঁদে জড়াতেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেবেন মেহবুবা? ফয়সালা পার্টির বৈঠকে