JDS Leader: বিজেপির হাত ধরেছে তাঁর দল, ক্ষোভে জেডিএস ছাড়লেন বর্ষীয়ান নেতা
২০২৪ সালে লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই জোটে এল জেডিএস। কিন্তু এই যোগদান নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে জেডিএসের অন্দরে। জেডিএস এনডিএ-তে সামিল হতেই দল ছেড়েছেন জেডিএস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সাইফুল্লা।
বেঙ্গালুরু: এনডি জোটে সামিল হয়েছে জনতা দল সেক্যুলার (জেডিএস)। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার উপস্থিতিতেই বিজেপি-র নেতৃত্বাধীন জোটে গিয়েছে এই আঞ্চলিক দল। ২০২৪ সালে লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই জোটে এল জেডিএস। কিন্তু এই যোগদান নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে জেডিএসের অন্দরে। জেডিএস এনডিএ-তে সামিল হতেই দল ছেড়েছেন জেডিএস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সাইফুল্লা। বিজেপির সঙ্গে জোট করার জন্য দলের শীর্ষনেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন তিনি।
সৈয়দ সাইফুল্লার দাবি, তাঁর দল এমন একটি দলের সঙ্গে জোট করেছে, যে দল সাম্প্রদায়িকতা, জাতিভেদে উস্কানি দেয়। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “গত ৩০ বছর ধরে আমি দল করছি। আমার দলের সেক্যুলার ভারমূর্তির কথা সবাই জানে। দীর্ঘদিন ধরেই এই আদর্শের প্রচার ভোটার এবং সাধারণ নাগরিকদের মধ্যে করেছি আমরা। কিন্তু আমার দল এখন এমন একটি দলের সঙ্গে জোট করেছে, যে দল সাম্প্রদায়িকতা এবং জাতিভেদে উস্কানি দেয়। বিভেদমূলক প্রোপাগান্ডা সমাজে ছড়ায়। আমাদের মতো সেক্যুলার নেতাদের এর বিরোধিতা করা উচিত।” যে কোনও সেক্যুলার দলের বিজেপির থেকে দূরত্ব রাখা উচিত বলেও মনে করেন তিনি।