Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS-র বৈঠকে উঠে এল মণিপুরের পরিস্থিতি, হিংসায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সঙ্ঘ সেবকরা

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এই বৈঠকে উপস্থিত ছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। তিনি ছাড়াও আরএসএস-এর শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং সারা দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RSS-র বৈঠকে উঠে এল মণিপুরের পরিস্থিতি, হিংসায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সঙ্ঘ সেবকরা
উটিতে আরএসএস প্রধান
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 7:40 PM

উটি: মণিপুরে হিংসা ঘটনায় এখনও লাগাম পড়েনি। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS)। আরএসএস-এর অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠকের আয়োজন করা হয়েছিল তামিলনাড়ুর উটিতে। ১৩ থেকে ১৫ জুলাই অবধি চলেছে সেই বৈঠক। সেখানেই মণিপুর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমনকি স্বয়ং সেবকদের ত্রাণ দেওয়ার কাজ মণিপুরে আরও বাড়ানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মণিপুরের সমস্ত জনগোষ্ঠীকেই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে সদর্থক ভূমিকা নিতে আবেদন করেছে আরএসএস।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এই বৈঠকে উপস্থিত ছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। তিনি ছাড়াও আরএসএস-এর শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং সারা দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিংসায় ক্ষতিগ্রস্তদের স্বয়ং সেবকদের সেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণিপুরের পাশাপাশি হিমাতল প্রদেশের বন্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আরএসএস নেতৃত্ব। মান্ডি, কুলু জেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বৈঠকে উঠে এসেছে, গোটা দেশে ৩৯ হাজার ৪৫১টি জায়গায় আরএসএস-এর শাখা রয়েছে ৬৩ হাজার ৭২৪টি। সঙ্ঘের বিভিন্ন শাখা যাতে বিভিন্ন সামাজিক সমস্যার মোকাবিলায় আরও উদ্যোগী হয়। সঙ্ঘ সেবকরা আরও বেশি করে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে।