Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flash Flood: হড়পা বানে খড়কুটোর মতো ভেসে গেল গাড়ি, প্রাণ হাতে নিয়ে বাঁচলেন পর্যটকরা, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

Himachal Pradesh: হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নানা ভিডিয়ো। তাতে প্রকৃতির রুদ্র রূপ ধরা পড়েছে। হিমাচল প্রদেশে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল সোলান। সেখানেরই পারওয়ানু পর্যটনকেন্দ্রেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য।

Flash Flood: হড়পা বানে খড়কুটোর মতো ভেসে গেল গাড়ি, প্রাণ হাতে নিয়ে বাঁচলেন পর্যটকরা, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
ভেসে যাচ্ছে গাড়ি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 8:48 AM

সিমলা: বৃষ্টির পরিমাণ যত বাড়ছে, ততই ভয়ঙ্কর হয়ে উঠছে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরিস্থিতি। একদিকে ভূমিধস, আরেকদিকে হড়পা বান (Flash Flood), দুই মিলিয়ে কার্যত বিপর্যস্ত জনজীবন। বিগত এক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টিতে ভাসছে গোটা উত্তর ভারত। দিল্লি থেকে চণ্ডীগঢ়, উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, প্রায় সর্বত্রই রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে। গোটা মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা, তার তুলনায় অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে একদিনেই! বর্ষায় বিপর্যস্ত উত্তর ভারতের মধ্য়ে সবথেকে খারাপ অবস্থা হিমাচল প্রদেশে। বিপদসীমার উপর দিয়ে বইছে বিপাশা সহ সমস্ত নদী। বৃষ্টির জেরে ধস ও হড়পা বান নামছে পার্বত্য এলাকাগুলিতে। চোখের নিমেষে ভেসে গিয়েছে ঘর-বাড়ি থেকে গাড়ি। ধীরে ধীরে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে হিমাচলের পরিস্থিতি, তা ফের একবার ধরা পড়ল ক্যামেরায়।

হিমাচলে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নানা ভিডিয়ো। তাতে প্রকৃতির রুদ্র রূপ ধরা পড়েছে। হিমাচল প্রদেশে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল সোলান। সেখানেরই পারওয়ানু পর্যটনকেন্দ্রেই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। দেখা গেল, হড়পা বানের জেরে হু হু জল ঢুকছে শহরের রাস্তায়। সেই জলের তোড়ে ভেসে যাচ্ছে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ি। পর্যটকরা হোটেলের বারান্দা থেকে দাঁড়িয়ে ওই ভয়ের দৃশ্য রেকর্ড করেন। আতঙ্কিত অনেকের চিৎকারও শোনা যায়।

বৃষ্টি ও হড়পা বানের জেরে চণ্ডীগঢ়-মানালি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে লাগাতার পাথর বর্ষণের কারণে সিমলা-কিন্নর রোডও বন্ধ হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশে প্রায় ৮০০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে। একাধিক জেলাতেই হড়পা বানে রাস্তা ভেসে গিয়েছে। ভেঙে গিয়েছে একাধিক সেতুও।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির হিসাব করা হচ্ছে প্রশাসনের তরফে, তবে আনুমানিক ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। আগামী কয়েকদিন রাজ্যবাসীকে বাড়িতেই থাকতে অনুরোধ করেছেন তিনি।