MP Supriya Sule: শরদ-কন্যা সুপ্রিয়া সুলের শাড়িতে লাগল আগুন, দেখুন ভিডিয়ো
ক্যারাটে প্রতিযোগিতার সূচনা করতে গিয়ে সাংসদের শাড়িতে আগুন লাগার ঘটনায় সেখানে উপস্থিত অন্যদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে তিনি নিরাপদে রয়েছেন এবং সকলকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন এনসিপি সাংসদ।
পুনে: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সাংসদ। এক ক্রীড়া প্রতিযোগিতার সূচনায় গিয়ে NCP সাংসদ সুপ্রিয়া সুলের শাড়িতে আগুন ধরে যায়। রবিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। তবে সঙ্গে সঙ্গে মন্ত্রী ও মঞ্চে উপস্থিত অন্যান্যদের নজরে পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনার পর আতঙ্ক ছড়ায় অনুষ্ঠানে। মন্ত্রীর শাড়িতে আগুন লাগার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, এদিন পুনের হিংজাওয়াদিতে ক্যারাটে প্রতিযোগিতা শুরু হয়। সেই প্রতিযোগিতার সূচনা করতে গিয়েই সাংসদ সুপ্রিয়া সুলের শাড়িতে আগুন লেগে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অনুষ্ঠানে। যদিও সাংসদ ও অন্যান্যদের তৎপরতায় বড় দুর্ঘটনা ঘটেনি।
ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ক্যারাটে প্রতিযোগিতার সূচনায় মঞ্চের টেবিলে থাকা ছত্রপতি শিবাজি মহারাজের ছোট এক মূর্তিতে মালা পরাচ্ছিলেন সাংসদ সুপ্রিয়া সুলে। সেই সময় টেবিলের উপর প্রজ্জ্বলিত প্রদীপ সহ বরণডালা রাখা ছিল। অসাবধানতাবশত সেই প্রদীপের শিখা থেকে সাংসদের শাড়িতে আগুন লেগে যায়। শিবাজির মূর্তিতে মালা লাগানোর পরই সাংসদ দেখতে পান, তাঁর শাড়ি জ্বলছে। তবে সঙ্গে সঙ্গে তিনি এবং মঞ্চে উপস্থিত অন্যান্যরা হাতে করে আগুন নেভান।
⚡NCP MP Supriya Sule’s saree catches fire, while she was garlanding Chhatrapati Shivaji Maharaj at a function in Pune. pic.twitter.com/Sf1IQSY2wI
— Megh Updates ?™ (@MeghUpdates) January 15, 2023
ক্যারাটে প্রতিযোগিতার সূচনা করতে গিয়ে সাংসদের শাড়িতে আগুন লাগার ঘটনায় সেখানে উপস্থিত অন্যদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে তিনি নিরাপদে রয়েছেন এবং সকলকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। ঘটনাটির বিবৃতি দিয়ে তিনি বলেন, “একটি ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনাবশত আমার শাড়িতে আগুন লেগে যায়। যাই হোক, ঠিক সময়ে আগুন নেভানো গিয়েছে। সকল শুভাকাঙ্ক্ষী, নাগরিক, দলীয় কর্মী এবং নেতাদের কাছে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি নিরাপদে রয়েছি।”