Crime: লিফ্ট দেওয়ার নামে ৯০ বছরের বৃদ্ধাকে ‘ধর্ষণ’ বাইক আরোহীর

Madhya Pradesh: পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধার বাড়ি মধ্য প্রদেশের জবলপুরে। আত্মীয়ের বাড়িতে আসার জন্য বৃহস্পতিবার তিনি ট্রেন ধরেন জবলপুরে।

Crime: লিফ্ট দেওয়ার নামে ৯০ বছরের বৃদ্ধাকে ‘ধর্ষণ’ বাইক আরোহীর
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 7:09 PM

জবলপুর: ৯০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বাইক আরোহীর বিরুদ্ধে। বাসের জন্য অপেক্ষা করা ওই বৃদ্ধাকে রাস্তা থেকে গ্রামে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই বাইক আরোহী। বাইকে চাপিয়ে ওই বৃদ্ধাকে নিয়ে গ্রামে পৌঁছে দেওয়ার বদলে নির্জন জায়গায় নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। তার পর ওই বৃদ্ধাকে ফের রাস্তায় নামিয়ে দিয়ে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ। ৯০ বছরের ওই বৃদ্ধার উপর যৌন নির্যাতনের ঘটনায় হতবাক গ্রামের সকলে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের শাহদোল জেলায়। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বার করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধার বাড়ি মধ্য প্রদেশের জবলপুরে। আত্মীয়ের বাড়িতে আসার জন্য বৃহস্পতিবার তিনি ট্রেন ধরেন জবলপুরে। রাতে এসে তিনি পৌঁছন শাহদোল রেলস্টেশনে। রাত হয়ে যাওয়ায় ওই রাতে স্টেশনেই ছিলেন তিনি। স্টেশন থেকে তাঁর আত্মীয়ের বাড়ি ১৫ কিলোমিটার দূরে এক গ্রামে। শুক্রবার সকালে তিনি স্টেশন থেকে একটি অটোতে গ্রামের কাছে আসেন। প্রধান রাস্তা থেকে গ্রামে আরও দূরে। সেখানে তিনি যখন বাসের জন্য অপেক্ষা করছিলেন, তখনই ওই বাইক আরোহী আসেন সেখানে। তারপরই লিফ্ট দেওয়ার নামে নির্জন স্থানে বৃদ্ধাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ঘটনা নিয়ে ওই জেলার পুলিশ সুপার বলেছেন, “ওই বৃদ্ধা সারারাত স্টেশনে কাটিয়ে সকালে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সে সময়ই ওই বাইকআরোহী তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ করেন বলে জানিয়েছেন বৃদ্ধা। বাড়ি ফিরে নিজেদের আত্মীয়কে ঘটনার কথা জানান বৃদ্ধা। তার পর অভিযোগ দায়ের হয়।” ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই অফিসার। অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।