Shocking News: বৃদ্ধা মাকে এইভাবে খুঁটির সঙ্গে বেঁধে পেটাল গুণধর ছেলে, শুধুমাত্র একটা ফুলকপির জন্য…

Mother Beaten by Son: পারিবারিক গন্ডগোলের জেরে ছোট ছেলে মাকে দেখভাল করত না বলেই অভিযোগ। অসহায় বৃদ্ধার দিন কাটত সরকারি রেশনে, আর পাড়া-প্রতিবেশীদের দয়ায়। চরম অর্থসঙ্কটের মধ্যে দিন কাটছিল তাঁর। এসবের মধ্যেই এবার বৃদ্ধা মাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখল 'গুণধর' ছেলে, তাও আবার মাত্র একটা ফুলকপির জন্য।

Shocking News: বৃদ্ধা মাকে এইভাবে খুঁটির সঙ্গে বেঁধে পেটাল গুণধর ছেলে, শুধুমাত্র একটা ফুলকপির জন্য...
বৃদ্ধাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Dec 25, 2023 | 7:37 PM

ভূবনেশ্বর: নিজের মায়ের উপর নির্মম অত্যাচারের অভিযোগ সন্তানের বিরুদ্ধে। বিদ্যুতের খুঁটির সঙ্গ বৃদ্ধা মাকে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মাঝবয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। ষাটোর্ধ্ব ওই বৃদ্ধার দুই সন্তান। বড় ছেলে বছর খানেক আগেই মারা গিয়েছে। তারপর থেকে বৃদ্ধা গ্রামে একাই থাকতেন। পারিবারিক গন্ডগোলের জেরে ছোট ছেলে মাকে দেখভাল করত না বলেই অভিযোগ। অসহায় বৃদ্ধার দিন কাটত সরকারি রেশনে, আর পাড়া-প্রতিবেশীদের দয়ায়। চরম অর্থসঙ্কটের মধ্যে দিন কাটছিল তাঁর। এসবের মধ্যেই এবার বৃদ্ধা মাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখল ‘গুণধর’ ছেলে, তাও আবার মাত্র একটা ফুলকপির জন্য।

ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝড় জেলায়। গ্রামে বৃদ্ধার ছোট ছেলের একটি ক্ষেত রয়েছে। শীতের মরশুমে সেখানে ফুলকপির চাষ করেছিল সে। এদিকে বৃদ্ধায় সম্প্রতি চরম অর্থসঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি ছেলের ক্ষেত থেকে একটি ফুলকপি তুলতে গিয়েছিলেন। ভেবেছিলেন, সেটা বিক্রি করে যদি কিছু টাকা আসে। সেই ভেবেই গত ২০ ডিসেম্বর ছেলের জমি থেকে একটি ফুলকপি তুলে এনেছিলেন। আর তার জেরেই এই কাণ্ড। নিজের মাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেধড়ক মারধর করে ওই ব্যক্তি।

এরপর স্থানীয় বাসিন্দারা বৃদ্ধাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এদিকে খবর পেয়ে স্থানীয় থানার পুলিশও পৌঁছে যায় থানায়। বৃদ্ধার বয়ান রেকর্ড করা হয়। ছেলের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানান তিনি। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করে পুলিশ। বৃদ্ধার অভিযোগ যাচাই করে, প্রাথমিক তদন্তের পর ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃদ্ধাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে নিন্দার ঝড় উঠেছে।