G20 meeting in Darjeeling: দার্জিলিঙের শিল্পীদের সঙ্গে নাচলেন সিঙ্গাপুরের হাই কমিশনার! জি২০ বৈঠকের প্রতিনিধিরা তুললেন চা পাতা
জি২০-র ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হচ্ছে দার্জিলিংয়ে। সেখানে অংশ নিয়েছিলেন ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার। সিমন অং নামের ওই বিদেশি রাষ্ট্রদূত নাচছেন দার্জিলিংয়ের স্থানীয় ফোক শিল্পীদের সঙ্গে।
দার্জিলিং: জি২০ সম্মেলনের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। জি ২০ অন্তর্ভুক্ত দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন তাতে। বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এ দেশের সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানেও। সম্প্রতি এ রকমই ছবি দেখা গেল পশ্চিমবঙ্গের দার্জিলিঙে। জি২০-র ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হচ্ছে দার্জিলিংয়ে। গত তিন দিন ধরে চলছে তা। সেখানে অংশ নিয়েছিলেন ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার। সিমন অং নামের ওই বিদেশি রাষ্ট্রদূত নাচছেন দার্জিলিংয়ের স্থানীয় ফোক শিল্পীদের সঙ্গে। শনিবার সিঙ্গাপুরের হাই কমিশনার দার্জিলিংয়ের রাস্তায় সেখানকার শিল্পীদের সঙ্গত দিয়েছেন। সেই ঘটনার ভিডিয়ো রবিবার শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। যা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
গত তিন দিন ধরেই দার্জিলিঙে চলছে জি২০-র ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক। বিভিন্ন দেশের ১৩০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন সেখানে। জি২০-তে ট্যুরিজম সংক্রান্ত এটি ছিল দ্বিতীয় বৈঠকে। বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি চা বাগান, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ও কয়েকটি পর্যটন স্থান ঘুরেছেন প্রতিনিধিরা। সিঙ্গাপুরের হাই কমিশনারও ছিলেন সেই দলে। সেখানেই ফোক শিল্পীদের সঙ্গে নাচ করেন তিনি।
দার্জিলিংয়ে এই বৈঠক নিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী ডি কিসান রেড্ডি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, “ট্যুরিজম সংক্রান্ত আমাদের দ্বিতীয় বৈঠক হয়েছে দার্জিলিঙে। জি২০ প্রতিনিধিদের নতুন অভিজ্ঞতা হসল। এই বৈঠকের পর স্থানীয়রাও খুব উল্লসিত। আগামী দিনে চা পর্যটন আরও বাড়বে।” এমনকি এই বৈঠকে যোগ দিয়ে বিদেশি অতিথিরা চা তোলার অভিজ্ঞতাও প্রত্যক্ষ করেন।
#WATCH | High Commissioner of Singapore to India, Simon Wong danced with folk artists as he participated in the G20 Tourism Working Group meeting in Darjeeling yesterday
(Video credit: High Commissioner Simon Wong ) pic.twitter.com/K7VSuJ9FD9
— ANI (@ANI) April 2, 2023
জি২০ বৈঠকে বক্তব্য রেখেছেন জি২০ বৈঠকের প্রধান কোঅর্ডিনেটর হর্ষবর্ধন স্রিংলা। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নির্দেশ দিয়েছেন ভারতকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে। সেপ্টেম্বরে জি২০ সম্মেলনের আগে বিভিন্ন বৈঠকে বিদেশি প্রতিনিধিরা দেশের বিভিন্ন প্রান্ত দেখছেন। ভারত বিশেষত উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য জি২০ গোষ্ঠীভুক্ত দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।”