Cyclone Update: হঠাৎ উল্টোদিকে বইছে বাতাস, উড়ছে কিছু সাদা সাদা পাখি, সৈকতে এ কীসের পূর্বাভাস

Cyclone Update: দু'দিন ধরেই ওই এলাকায় চলছে ঝড় -বৃষ্টি। আর বৃহস্পতিবার রাতে হঠাৎ সব চুপচাপ। থমথমে আর গুমোট অবস্থা উপকূল এলাকায়। সমুদ্রে মাঝারি ঢেউ। উল্টোদিকে বইছে বাতাস।

Cyclone Update: হঠাৎ উল্টোদিকে বইছে বাতাস, উড়ছে কিছু সাদা সাদা পাখি, সৈকতে এ কীসের পূর্বাভাস
উল্টোদিকে উড়ছে বালিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2024 | 9:02 PM

পারাদ্বীপ: প্রবল ঝড় ওঠার আগে সব থমথমে হয়ে যায়। এ কথা সবারই জানা। বৃহস্পতিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠিক সেভাবেই বদলে গেল পারাদ্বীপের ছবিটা। রাত ৯টার আপডেট বলছে, পারাদ্বীপ থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছেন সাইক্লোন ‘দানা’। তার আগে একেবারে থমথমে হয়ে গেল সমুদ্র সৈকত। হঠাৎ থেমে গেল সব। গুমোট অবস্থা সৈকত জুড়ে।

দু’দিন ধরেই ওই এলাকায় চলছে ঝড় -বৃষ্টি। আর বৃহস্পতিবার রাতে হঠাৎ সব চুপচাপ। থমথমে আর গুমোট অবস্থা উপকূল এলাকায়। সমুদ্রে মাঝারি ঢেউ। উল্টোদিকে বইছে বাতাস। ধুলো-বালি, পড়ে থাকা হালকা জিনিস, সবই টেনে নিচ্ছে সমুদ্র। সমুদ্রের ওপর তৈরি হচ্ছে ঘূর্ণি আর সেই ঘূর্ণি টেনে নিচ্ছে সমস্ত কিছু। এভাবেই শক্তি সঞ্চয় করছে দানা!

রাতে সাইক্লোন আছড়ে পড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। তার আগেই নিস্তব্ধ সমুদ্র সৈকত। হঠাৎ করেই সামুদ্রিক পাখি দেখা যাচ্ছে আকাশে। সৈকতে গিয়ে বসেছে কিছু সাদা পাখী। স্থানীয়দের দাবি, ঝড়ের পাখি এগুলো। ঝড় আসার আগে দেখা যায় এই পাখিগুলিকে। ইতিমধ্যেই সমুদ্র সৈকতের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারছন্ন পারাদ্বীপ সমুদ্র। পুরো সৈকত ফাঁকা করে দেওয়া হয়েছে। আপাতত আতঙ্কে সময় কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।