Smriti Irani: ‘মাঝবয়সী কংগ্রেসি পুরুষ আমার মেয়ের চরিত্র হনন করল’! চাপের মুখে বিস্ফোরক স্মৃতি
Smriti Irani: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোয়েশ ইরানির বিরুদ্ধে 'অবৈধ পানশালা' চালানোর অভিযোগ করল কংগ্রেস। তীব্র ভাষায় তার জবাব দিলেন স্মৃতি।
নয়া দিল্লি: ‘আমার মেয়েকে নিশানা করা হচ্ছে কারণ আমি গান্ধীদের বিরুদ্ধে কথা বলি’! কংগ্রেস দলের পক্ষ থেকে তাঁর মেয়ের বিরুদ্ধে গোয়ায় একটি অবৈধ পানশালা চালানোর অভিযোগ করতেই, অশ্রুসজল চোখে তা অস্বীকার করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার সকালে কংগ্রেস দলের পক্ষ অভিযোগ করা হয়েছিল গোয়ায় একটি ‘সিলি সোলস গোয়া’ নামে একটি ‘অবৈধ পানশালা’ চালান স্মৃতি ইরানির কন্যা জোইশ। এমনকি, এই অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, স্মৃতি ইরানিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আবেদনও করেছে কংগ্রেস।
বিকেলের মধ্যেই এই গুরুতর অভিযোগের জবাব দিলেন স্মৃতি। সাংবাদিক সম্মেলনে দৃশ্যতই আবেদপ্রবণ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘দুই মাঝবয়সি কংগ্রেসী পুরুষ, এক ১৮ বছরের মেয়ের চরিত্র হনন করলেন। তার একমাত্র দোষ হল তার মা রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর বিরুদ্ধে কথা বলে।’ তিনি আরও বলেন, ‘আমার মেয়ে কলেজে পড়ে। সে বার চালায় না। অনুগ্রহ করে নথিপত্র পরীক্ষা করে দেখুন। আমার মেয়ের নাম কোথায়? তারা তথ্যের অধিকার আইনের ভিত্তিতে আমার মেয়ের বিরুদ্ধে অভিযোগ করছে। ওর দোষ হল, ওর মা দুই গান্ধীর ৫০০০ কোটি টাকা লুঠের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছিল। আমার মেয়ে কোন রাজনীতিবিদ নয়, একজন ছাত্রী হিসাবে সে স্বাভাবিক জীবনযাপন করে।’
#WATCH | Union Minister Smriti Irani denies the allegations of her 18 year old daughter running an illegal bar in Goa pic.twitter.com/iIxag5e4fQ
— ANI (@ANI) July 23, 2022
এই মিথ্যা অভিযোগের কারণে বিজেপি দলের পক্ষ থেকে বিশিষ্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং পবন খেরার কাছে, শনিবার সন্ধ্যার মধ্যেই আইনি নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন স্মৃতি। এখানেই না থেমে রাহুল গান্ধীকে ফের ভোটে হারানোর চ্যালেঞ্জও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, তাঁর মেয়েকে যেভাবে নিশানা করা হল, তার জবাব তিনি আইনের আদালতের পাশাপাশি জনগণের আদালতেও চাইবেন। রাহুল গান্ধীকে ফের আমেঠিতে তাঁর বিরুদ্ধে ভোট লড়ার চ্যালেঞ্জ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি ইরানি বলেন, ‘হাম ফির রাহুল গান্ধী কো ধূল চাটায়েঙ্গে।’
এর আগে, শনিবার সকালে সংবাদিক সম্মেলন করে স্মৃতি ইরানির পরিবারের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ করেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি দাবি করেন, স্মৃতি ইরানির মেয়ে ‘জাল লাইসেন্স’ নিয়ে গোয়ায় একটি রেস্তোঁরা ও বার চালাচ্ছেন। পবন খেরা বলেন, ‘স্মৃতি ইরানির মেয়ের লাইসেন্সটি এমন এক ব্যক্তির নামে রয়েছে, ২০২১ সালের মে মাসেই যার মৃত্যু হয়েছে। লাইসেন্সটি নেওয়া হয়েছে ২০২২ সালের জুন মাসে। কাজেই এই লাইসেন্সটি অবৈধ। গোয়ার নিয়ম অনুযায়ী একটি রেস্তোরাঁ শুধুমাত্র একটি বার লাইসেন্স পেতে পারে। কিন্তু এই রেস্তোরাঁ দুটি বার লাইসেন্স পেয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, স্মৃতি ইরানিকে অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক। আপনি এই দেশের কাছে ঋণী, এই দেশের যুবকদের কাছে ঋণী।’
পবন কেরা ও জয়রাম রমেশ আরও দাবি করেন, স্মৃতি ইরানি এই অবৈধ লাইসেল্সের বিষয়ে সবটাই জানেন। তাঁর প্রভাবেই ওই লাইসেন্স দেওয়া হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে আরও করা হয়েছে যে, যাতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ওই অভিযুক্ত রেস্তোরাঁটিতে যেতে না পারে, তার জন্য গোয়ার ওই রেস্তোরাঁটির চারপাশে ব্যক্তিগত ‘বাউন্সার’ মোতায়েন করা হয়েছে। পবন খেরা বলেন, ‘আমরা আপনার কাছে জানতে চাই কার প্রভাবে এটা করা হচ্ছে। এই বেআইনি কাজের পিছনে কারা রয়েছে?’।
এর আগে স্মৃতি ইরানির মেয়ে জোয়েশ ইরানির আইনজীবী কিরাত নাগরা জানিয়েছিলেন, তাঁর মক্কেল রেস্তোঁরাটির মালিক বা পরিচালনাকারী নন। কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা কোনও কারণ দর্শানোর নোটিশও পাননি। তাঁর মক্কেলের মা একজন প্রখ্যাত রাজনীতিবিদ হওয়ায়, কিছু ‘ভ্রান্ত, অসার, দূষিত এবং মানহানিকর সোশ্যাল মিডিয়া পোস্টে নির্লজ্জ মিথ্যার উপর ভিত্তি করে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাবতীয় অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন তিনি। শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রীর কন্যা হওয়ার কারণেই তাঁকে মানহানি করার পূর্বনির্ধারিত উদ্দেশ্য নিয়ে এই সকল ‘কল্পিত’ অভিযোগ করা হচ্ছে।