Sonia Gandhi: ২১ জুলাই ইডি-র মুখোমুখি হবেন সনিয়া: সূত্র
Sonia Gandhi: ন্য়াশনাল হেরাল্ড মামলায় আগেও তলব করা হয়েছিল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধীকে। এবার তিনি হাজিরা দেবেন বলে সূত্রের খবর।
নয়া দিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় আগেই ইডির মুখোমুখি হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার সেই মামলায় ইডির মুখোমুখি হতে চলেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রে খবর, আগামী ২১ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে উপস্থিত হবেন সনিয়া। আর্থিক তছরুপের অভিযোগে সনিয়া গান্ধীকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। আগামী ২১ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়। সূত্রের খবর, সেই নোটিসের ভিত্তিতে হাজিরা দেবেন সনিয়া।
এর আগে এই একই মামলায় রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডি-র তরফে। পরপর পাঁচ বার তলব করা হয়েছিল তাঁকে। ইডি অফিসে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সাংসদকে। তারপরই নোটিস আসে সনিয়া গান্ধীর কাছে।
গান্ধী পরিবারের মালিকানাধীন সংস্থা ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড ও ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র পরিচালনকারী সংস্থা অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। রাহুল ও সনিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। হিসেব বহির্ভূত সম্পত্তির সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছিল। সেই মামলাতেই তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি।
প্রথমে ইডি নোটিস পাঠানোর পর হাজিরা দেননি সনিয়া। শারীরিক অসুস্থতার হাজির হতে পারেননি তিনি। ইডি-র কাছে সময় চেয়েছিলেন কংগ্রেস নেত্রী। নোটিস পাওয়ার পরই করোনা আক্রান্ত হয়েছিলেন সনিয়া। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ফের তলব করা হয় তাঁকে। চার সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি। সেই সময়সীমা শেষ হচ্ছে ২১ জুলাই। তাই ওই দিন তাঁকে ফের হাজিরার কথা বলা হয়েছে।