SpiceJet video: পুলিশ ‘এই’ কথা বলতেই ঠাঁটিয়ে চড় স্পাইসজেটের মহিলা কর্মীর
SpiceJet Staff Slaps Cop: : জয়পুর বিমানবন্দরে এক সহকারী সাব-ইন্সপেক্টরকে ঠাঁটিয়ে চড় মারলেন স্পাইসজেট এয়ারলাইন্স সংস্থার এক মহিলা কর্মী। বৃহস্পতিবার (১১ জুলাই) নিরাপত্তা সংক্রান্ত যাচাই-বাছাই নিয়ে বিবাদের পর এই ঘটনা ঘটে। বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় এই চড় কাণ্ড ধরা পড়েছে। কিন্তু কেন? দেখুন ভিডিয়ো।
জয়পুর: জয়পুর বিমানবন্দরে এক সহকারী সাব-ইন্সপেক্টরকে ঠাঁটিয়ে চড় মারলেন স্পাইসজেট এয়ারলাইন্স সংস্থার এক মহিলা কর্মী। বৃহস্পতিবার (১১ জুলাই) নিরাপত্তা সংক্রান্ত যাচাই-বাছাই নিয়ে বিবাদের পর এই ঘটনা ঘটে। বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় এই চড় কাণ্ড ধরা পড়েছে। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছে স্পাইসজেটের ওই কর্মীকে। স্পাইসজেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের ওই মহিলা কর্মীর সঙ্গে অনুপযুক্ত ব্যবহার করেছেন এবং করুচিকর ভাষা প্রয়োগ করেছিলেন সিআইএসএফ-এর ওই সহকারী সাব-ইন্সপেক্টর। এমনকি, তাঁকে নাকি ডিউটির পর তাঁর বাড়িতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ওই সহকারী সাব-ইন্সপেক্টর, এমনটাই অভিযোগ উড়ান সংস্থাটির।
সিআইএসএফ আধিকারিকরা জানিয়েছেন, স্পাইসজেটের ওই মহিলা কর্মীর নাম অনুরাধা রানী। বৃহস্পতিবার বিকের ৪টের সময়, স্পাইসজেটের অন্যান্য কর্মীদের সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করার সময় তাঁকে আটকেছিলেন সহকারী সাব ইন্সপেক্টর, গিরিরাজ প্রসাদ। কারণ, অনুরাধা রানীর কাছে প্রবেশের বৈধ অনুমতিপত্র ছিল না। এরপর, তাঁকে কাছের একটি প্রবেশদ্বারে গিয়ে স্ক্রিনিং করাতে বলা হয়। কিন্তু, সেই সময়ে সেখানে কোনও মহিলা সিআইএসএফ কর্মী ছিলেন না। জয়পুর বিমানবন্দর থানার হাউস অফিসার, রাম লাল জানিয়েছেন, এরপর একজন মহিলা সহকর্মীকে নিরাপত্তাগত চেকিং সম্পূর্ণ করার জন্য ডেকে এনেছিলেন ওই সহকারী সাব ইন্সপেক্টর। কিন্তু, তার আগেই তর্ক-বিতর্কের মাত্রা বেড়ে গিয়েছিল। তর্কাতর্কির মধ্য়েই অনুরাধা রানী, সহকারী সাব-ইন্সপেক্টর গিরিরাজ প্রসাদকে থাপ্পড় মারেন।
স্পাইসজেটের আনুষ্ঠানিক বিবৃতিতে অবশ্য ভিন্ন দাবি করা হয়েছে। উড়ান সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, অনুরাধা রানীর কাছে বিমানবন্দরে প্রবেশের বৈধ অনুমতিপত্র ছিল। কিন্তু, সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর ‘অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার করেছিলেন। অনুরাধাকে ডিউটির পর তাঁর বাড়িতে এসে দেখা করার কুপ্রস্তাব দেওয়া হয়। স্পাইসজেটের মুখপাত্র বলেন, “আজ, জয়পুর বিমানবন্দরে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এতে স্পাইসজেটের এক মহিলা নিরাপত্তা কর্মী এবং একজন পুরুষ সিআইএসএফ কর্মী জড়িত। স্টিলের গেটে একটি ক্যাটারিং গাড়িকে এসকর্ট করার সময়, সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরোর জারি করা বিমানবন্দর প্রবেশের বৈধ পাস থাকা সত্ত্বেও, আমাদের মহিলা নিরাপত্তা কর্মীকে, সিআইএসএফ কর্মীদের অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য ভাষার শিকার হতে হয়েছে। এর মধ্যে তাঁকে তাঁর ডিউটির পর তাঁর বাড়িতে এসে তাঁর সাথে দেখা করতে বলা হয়েছিল।”
SpiceJet employee slaps CISF personnel at Jaipur airport. pic.twitter.com/6mzRqenMZO
— Rakesh Kumar (@RiCkY_847) July 12, 2024
স্পাইসজেট ওই মহিলা কর্মীর আছে বলে জানিয়েছে। ঘটনাটিকে তারা যৌন হেনস্থা বলে দাবি করেছে। এই ‘গুরুতর’ বিষয় নিয়ে তারা অবিলম্বে আইনি পদক্ষেপ নিচ্ছে এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিচয়েছেন স্পইসজেটের মুখপাত্র। তিনি বলেছেন, “আমরা আমাদের কর্মচারীর পাশে দৃঢ়ভাবে আছি এবং তাঁকে সম্পূর্ণ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তবে, ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১২১ নম্বর ধারা (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত করার জন্য স্বেচ্ছায় আঘাত করা) এবং ১৩২ নম্বর ধারায় (সরকারি কর্মচারীকে আক্রমণ করা) একটি মামলা দায়ের করেছে পুলিশ।