Arvind Kejriwal: অরবিন্দ কেজরীবালকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

Supreme Court: শুক্রবার (১২ জুলাই), বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল। কাজেই, খুব তাড়াতাড়ি তিনি তিহাড় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, ইডির তাঁকে যে গ্রেফতার করেছে, সেই গ্রেফতারিকেও চ্যালেঞ্জ করেছিলেন কেজরীবাল। এই আবেদনটি এদিন এক বড় বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে শীর্ষ আদালত।

Arvind Kejriwal: অরবিন্দ কেজরীবালকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট
রাউস অ্যাভিনিউ আদালতে অরবিন্দ কেজরীবাল (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jul 12, 2024 | 11:08 AM

নয়া দিল্লি: অরবিন্দ কেজরীবালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তহবিল তছরুপের মামলায় এর আগে তাঁকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। যদিও জেল থেকে মুক্তির আগেই, সেই রায় খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার (১২ জুলাই), বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল। কাজেই, খুব তাড়াতাড়ি তিনি তিহাড় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, ইডির তাঁকে যে গ্রেফতার করেছে, সেই গ্রেফতারিকেও চ্যালেঞ্জ করেছিলেন কেজরীবাল। এই আবেদনটি এদিন এক বড় বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে শীর্ষ আদালত। কেজরীবাল জামিন পাওয়ায়, স্বাভাবিকভাবেই চাপ বাড়ল ইডির উপর। অন্যদিকে, এই রায় ইন্ডিয়া জোটের নেতাদের বাড়তি উৎসাহ দিতে পারে।

শীর্ষ আদালত বলেছে, মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেজরীবাল। বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, “কেজরীবাল জেলে ৯০ দিন ধরে রয়েছেন। তিনি একজন নির্বাচিত নেতা এবং তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় থাকবেন কিনা তা তার উপর নির্ভর করে।”

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে