Mahua Moitra: মহুয়া-ইস্যুতে স্ট্র্যাটেজি ঠিক করে ফেলল কংগ্রেস! জেনে নিন অন্দরের খবর
Mahua Moitra Issue: মহুয়া ইস্যুতে কী স্ট্র্যাটেজি হবে, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কংগ্রেস শিবির। সূত্রের খবর, এথিক্স কমিটিতে মহুয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত গৃহীত হলে কমিটির সদস্য কংগ্রেসের তিন সাংসদের মধ্যে দু’জন সাংসদ প্রতিবাদ জানাবেন
নয়া দিল্লি: মহুয়া মৈত্রর ইস্যুতে তৃণমূলের অবস্থান আগে থেকেই স্পষ্ট। সাংসদের নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। সংসদের এথিক্স কমিটির প্রশ্নের মুখোমুখি ইতিমধ্যেই একবার হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছিল। মাঝপথেই বেরিয়ে এসেছিলেন মহুয়া। বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। অভিযোগ তুলেছিলেন, সেখানে তাঁকে আপত্তিকর প্রশ্ন করা হচ্ছিল। সেই ইস্যুতে মহুয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে কংগ্রেসকেও। এসবের মধ্যেই ৯ নভেম্বর ফের এথিক্স কমিটির মুখোমুখি হওয়ার কথা মহুয়ার।
উল্লেখ্য, লোকসভার অন্দরে বিভিন্ন ইস্যুতে বার বার ঝাঁঝালো আক্রমণ শানিয়ে কেন্দ্রকে বিঁধেছেন মহুয়া। রাজনৈতিক মহলের একাংশ মনে করেন, কংগ্রেস থেকে রাহুল যে কায়দায় কেন্দ্রকে নিশানা করেন, অনেকটা সেই ঝাঁঝেই বিজেপিকে লোকসভার অন্দরে কঠিন প্রশ্নের মুখোমুখি ফেলে দেন মহুয়া। সেদিক থেকে মহুয়া-ইস্যুতে কংগ্রেসের স্টান্স কী হতে চলেছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এর পাশপাশি কংগ্রেস ও তৃণমূল উভয় দলই এখন বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লকের শরিক।
এমন অবস্থায় মহুয়া-ইস্যুতে এথিক্স কমিটির পরবর্তী বৈঠকে কী হতে চলেছে কংগ্রেসের স্টান্স? উল্লেখ্য, মোট ১৫ জন সাংসদকে নিয়ে এই এথিক্স কমিটি তৈরি করে দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেখানে সংখ্যাগরিষ্ঠই বিজেপি ও তার ‘বন্ধু’ শিবিরের সাংসদরা। বিজেপির রয়েছেন সাত জন সাংসদ এবং শিন্ডে শিবিরের একজন সাংসদ।
এথিক্স কমিটির মাথাতেও রয়েছেন বিজেপির সাংসদ। সেখানে কংগ্রেসের রয়েছেন মাত্র তিনজন সাংসদ। ভি ভৈথিলিঙ্গম, উত্তম কুমার রেড্ডি এবং পরনীত কউর। এথিক্স কমিটির আগামী বৈঠকে মহুয়া-ইস্যুতে কী স্ট্র্যাটেজি হবে, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কংগ্রেস শিবির। সূত্রের খবর, এথিক্স কমিটিতে মহুয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত গৃহীত হলে কমিটির সদস্য কংগ্রেসের তিন সাংসদের মধ্যে দু’জন সাংসদ প্রতিবাদ জানাবেন। কংগ্রেসের তৃতীয় সাংসদ পরনীত কউর হলেন ক্য়াপ্টেন অমরেন্দর সিংয়ের স্ত্রী। ক্যাপ্টেন বর্তমানে রয়েছেন বিজেপির সঙ্গে। সেক্ষেত্রে তাঁর স্ত্রী পরনীত কউরের মহুয়া ইস্যুতে কী অবস্থান হতে চলেছে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
এদিকে আবার অপর কংগ্রেস সাংসদ উত্তমকুমার রেড্ডি লিখিত প্রতিবাদ জানালেও, ৯ তারিখ এথিক্স কমিটির বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে, তিনি নিজের মতামত জানিয়ে একটি নোট জমা দেবেন। উল্লেখ্য, এবারের তেলঙ্গানা নির্বাচনের প্রার্থী হয়েছেন কংগ্রেসের উত্তমকুমার রেড্ডি। আগামী ৯ নভেম্বর তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।
মহুয়া মৈত্রর ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। এথিক্স কমিটির হাজিরা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, যেভাবে সেখানে মহুয়াকে ‘আপত্তিকর’ প্রশ্ন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় মহুয়ার পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল অধীর চৌধুরীকে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাফ জানিয়ে দিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কথাবার্তা কোনওভাবেই পছন্দ করছেন না তিনি।
শুধু তাই নয়, বিরোধী শিবিরের একজন সহ-সাংসদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা যে মোটেই পছন্দ করছেন না অধীর, তাও বুঝিয়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘বিজেপি যা করছে, তা অন্যায়’। অধীরের বক্তব্য ছিল, মহুয়া সংসদে যে প্রশ্নটি তুলছেন, সেটি সত্য না মিথ্যা সেটি না দেখে, কোথা থেকে সেই প্রশ্নের উৎপত্তি হচ্ছে, তা নিয়ে বিজেপির মাথাব্যথা। আর এই নিয়েই আপত্তি অধীরের।