Ex-AAP office bearer gets bail: ‘এটা তাঁর প্রাপ্য’, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন আপ নেতাকে জামিন দিল সুপ্রিম কোর্ট

Ex-AAP office bearer gets bail: এদিন বিজয় নায়ারকে জামিন দেওয়ার সময় বিচারাধীন অবস্থায় তাঁর দীর্ঘদিন কারাবাস ও শুনানির দেরি হওয়ার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানায়, 'এটা তাঁর প্রাপ্য'। সংবিধানের ২১ অনুচ্ছেদ উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে, দ্রুত শুনানি পাওয়া অভিযুক্তের অধিকার।

Ex-AAP office bearer gets bail: 'এটা তাঁর প্রাপ্য', দিল্লি আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন আপ নেতাকে জামিন দিল সুপ্রিম কোর্ট
আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন বিজয় নায়ার
Follow Us:
| Updated on: Sep 02, 2024 | 4:15 PM

নয়াদিল্লি: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন আরও একজন। সোমবার প্রাক্তন আপ নেতা তথা ব্যবসায়ী বিজয় নায়ারকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ২৩ মাস পর জামিন পেলেন তিনি। এর আগে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং বিআরএস নেত্রী কে কবিতা আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন।

এদিন বিজয় নায়ারকে জামিন দেওয়ার সময় বিচারাধীন অবস্থায় তাঁর দীর্ঘদিন কারাবাস ও শুনানির দেরি হওয়ার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানায়, ‘এটা তাঁর প্রাপ্য’। সংবিধানের ২১ অনুচ্ছেদ উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলে, দ্রুত শুনানি পাওয়া অভিযুক্তের অধিকার। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে বলে সেই মৌলিক অধিকার উলঙ্ঘন করা যায় না। শীর্ষ আদালত বলে, জামিন পাওয়া নিয়ম, জেলে যাওয়া ব্যতিক্রম।

বিজয় নায়ার আপের কমিউনিকেশন ইনচার্জ ছিলেন। ২০২২ সালের ১৩ নভেম্বর নায়ারকে গ্রেফতার করে ইডি। ২০২১ সালের আবগারি নীতি নিয়ে তদন্তে তাঁর নাম জড়ায়। দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা তদন্তের সুপারিশ করেছিলেন। তারপরই এফআইআর দায়ের করে সিবিআই। আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআইয়ের এফআইআরের উপর ভিত্তি করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। মদ ব্যবসায়ী সমীর মহেন্দ্র অবং অন্যদের সঙ্গে দুর্নীতির ষড়যন্ত্রে বিজয় নায়ার জড়িত বলে অভিযোগ ওঠে।

গত বছরের জুলাইয়ের দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করার পর হাইকোর্টে গিয়েছিলেন তিনি। হাইকোর্টও জামিনের আবেদন খারিজ করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। আর প্রায় ২৩ মাস পর আবগারি দুর্নীতি মামলায় তিনি জামিন পেলেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)