সুপ্রিম বিচারপতিরা ভ্যাকসিনের বিকল্প বাছতে পারবেন না, জারি নয়া নির্দেশিকা

এই দফায় সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি ছাড়াও তাঁদের পরিবারের সদস্যরা করোনা টিকা পাবেন।

সুপ্রিম বিচারপতিরা ভ্যাকসিনের বিকল্প বাছতে পারবেন না, জারি নয়া নির্দেশিকা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 01, 2021 | 5:43 PM

নয়া দিল্লি: দেশে দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হয়েছে। টিকা নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই দফায় টিকা পাবেন আম আদমিও। তবে দুই অনুমোদিত প্রতিষেধকের মধ্যে কোন টিকা আম আদমিরা পাবেন, সে বিষয়ে নিজেদের পছন্দ জাহির করতে পারবেন না তারা। এমনটাই জানিয়েছিল কেন্দ্র। সেই নিয়মাবলীর বাইরে নয় সুপ্রিম কোর্টের বিচাপতিরাও। ভ্যাকসিনের বিকল্প পাবেন না সুপ্রিম বিচারপতিরাও জল্পনার অবসান ঘটিয়ে সাফ জানাল কেন্দ্র।

আগামিকাল থেকে শুরু হওয়া টিকাকরণে পছন্দসই করোনা টিকা বেছে নিতে পারবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। প্রথমে এমনই খবর প্রকাশ্যে এসছিল। কিন্তু পরে স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দেয় দুই অনুমোদিত ভ্যাকসিনের মধ্যে পছন্দসই ভ্যাকসিন বেছে নেওয়ার সুযোগ পাবেন না তাঁরা। এই দফায় সুপ্রিম কোর্টের বিচারপতি ছাড়াও তাঁদের পরিবারের সদস্যরা করোনা টিকা পাবেন। কোর্ট কমপ্লেক্সেই সুপ্রিম কোর্টের বিচারপতি ও তাঁদের পরিবারের জন্য করোনা টিকাকরণের ব্যবস্থা হবে। সে ক্ষেত্রেও যদি কোনও বিচারপতি চান, কোর্ট কমপ্লেক্সে টিকা না নিয়ে কোনও হাসপাতালে নেবেন, সেই সুযোগও থাকবে তাঁদের কাছে।

কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, টিকা দেওয়ার জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নিতে পারবে কোনও বেসরকারি হাসপাতাল। এই দফায় ৪৫ বছরের বেশি কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিরা ও ৬০ বছরের বেশি বয়সীরা করোনা টিকা পাবেন। ৪৫ বছরের বেশি বয়স হলে কোন কোন কো-মর্বিডিটিতে করোনা টিকা মিলবে তারও একটি তালিকা প্রকাশ করেছে কেন্দ্র।

সোমবার দেশীয় করোনা টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ় নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাগ্রহণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় অসমের গামছা ঝুলতে দেখা যায়। টিকা নেওয়ার পর সে ছবি নিজেই টুইটারে শেয়ার করেন নমো। লেখেন, “এইমস-এ কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলাম। আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা এত কম সময়ে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াইয়ের এই শক্তি আবিষ্কার করে বিশ্বকে শক্তিশালী করেছে। আমার অনুরোধ, যাঁরা এই মুহূর্তে কোভিড ভ্যাকসিন নেওয়ার যোগ্য অবশ্যই নিয়ে নিন। আমাদের সকলকে একসঙ্গে মিলে কোভিড-১৯ মুক্ত ভারত গড়তে হবে।”

আরও পড়ুন: ঝুমুর নাচে পা মিলিয়ে অসমে বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদের ডাক প্রিয়ঙ্কার