Sandeshkhali Issue on Supreme Court: সোমে সুপ্রিম কোর্টে শুনানি সন্দেশখালি মামলার

গত শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে জরুরি শুনানির আবেদন জানানো হয়। মণিপুরের মতো সন্দেশখালিতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা দায়ের করেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তখন প্রধান বিচারপতি জানিয়েছিলেন পিটিশন দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। এর পরই নথিভুক্ত হয় মামলা। তারই শুনানি হবে আগামী সোমবার।

Sandeshkhali Issue on Supreme Court: সোমে সুপ্রিম কোর্টে শুনানি সন্দেশখালি মামলার
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2024 | 10:46 PM

নয়াদিল্লি: সন্দেশখালির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আগামী সোমবার দেশের শীর্ষ আদালতে হবে সেই মামলার শুনানি। বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র এজলাসে হবে সেই শুনানি। গত শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে জরুরি শুনানির আবেদন জানানো হয়। মণিপুরের মতো সন্দেশখালিতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা দায়ের করেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তখন প্রধান বিচারপতি জানিয়েছিলেন পিটিশন দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। এর পরই নথিভুক্ত হয় মামলা। তারই শুনানি হবে আগামী সোমবার।

সন্দেশখালি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। সেখানকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ধরতে গিয়ে মার খেয়ে ফিরতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। তখনই থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। এর পর সন্দেশখালি এলাকায় শাহজাহান ও তাঁর শাগরেদদের অত্যাচারের কাহিনি তুলে ধরেন সেখানকার নিপীড়িত মহিলারা। শাহজাহান-সহ ‘অত্যাচারী’ তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে সরব হন মহিলা-সহ গ্রামবাসীরা।

এর পর জল গড়িয়েছে অনেক দূর। বিরোধীদের ঢুকতে বাধা, ১৪৪ ধারা জারির মতো একাধিক বিষয়ে ক্ষোভ ছড়িয়েছে। মহিলারা নির্যাতনের কথা সংবাদমাধ্যমে বার বার বললেও কোনও ধর্ষণের অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছিল পুলিশ। শনিবার অবশ্য গণধর্ষণ এবং গণধর্ষণের চেষ্টার ধারা যুক্ত করে পুলিশ। উত্তম সর্দারের পর শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরাকেও শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছ। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে উঠবে সন্দেশখালির মামলা।