Diamond in Teeth: পুজোয় ৩২ পাটি দাঁতে হিরে বসালেন যুবতী, খরচ কত জানেন?
Gujarat: সুরাটের বাসিন্দা ওই মহিলা নিজের প্রতিটি দাঁতেই বসাচ্ছেন হিরে। এটাই নাকি তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। উৎসবের মরশুম শুরুর আগেই তিনি ডেন্টাল ক্লিনিকে যাচ্ছেন তিনি। সোনার দাঁতের কথা শোনা গেলেও, দাঁতে হিরে বসানোর ট্রেন্ড সম্প্রতিই জনপ্রিয় হয়েছে।
আহমেদাবাদ: সপ্তাহ পার করলেই শুরু হচ্ছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, নবরাত্রির আনন্দে এখন থেকেই মেতে উঠেছেন সকলে। উৎসবের মেজাজে সকলেই চান নিজেকে আরও সুন্দর করে তুলতে। চুল রঙ করা থেকে ফেসিয়াল- এই সব রূপচর্চা এখন পুরনো। নিজের ফ্যাশন স্টেটমেন্টকে আরও ঝলমলে করতে এবার হাতে বসছে হিরে!
হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। নবরাত্রি উপলক্ষ্যেই গুজরাটের এক মহিলা দাঁতে বসাচ্ছেন হিরে। সুরাটের বাসিন্দা ওই মহিলা নিজের প্রতিটি দাঁতেই বসাচ্ছেন হিরে। এটাই নাকি তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। উৎসবের মরশুম শুরুর আগেই তিনি ডেন্টাল ক্লিনিকে যাচ্ছেন তিনি। সোনার দাঁতের কথা শোনা গেলেও, দাঁতে হিরে বসানোর ট্রেন্ড সম্প্রতিই জনপ্রিয় হয়েছে।
তবে গুজরাটে এটা কিন্তু নতুন কোনও বিষয় নয়। সুরাটের একাধিক দাঁতের চিকিৎসালয় বা ডেন্টাল ক্লিনিক রয়েছে, যেখানে দাঁতে হিরে বসানোর মতো পরিষেবা দেওয়া হয়। হিরে আকার কেমন হবে, তা গ্রাহক নিজেই ঠিক করে নেন।
দাঁতে হিরে বসাতে কত খরচ?
ডেন্টাল ক্লিনিকগুলির তরফে জানানো হয়েছে, প্রতিটি দাঁতে হিরে বসাতে সাধারণত ২০০০ থেকে ২৫০০ টাকা খরচ হয়। তবে উৎসবের মরশুমে এই দামের উপরেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। নবরাত্রি উপলক্ষ্যে মাত্র ৮০০ টাকাতেই দাঁতে হিরে বসানোর সুযোগ মিলছে। দাঁতের চিকিৎসকরা জানিয়েছেন, এই হিরে চাইলেই ইচ্ছেমতো খুলেও ফেলা যায়। আর যদি কেউ ভুলবশত হিরে গিলে ফেলেন, তাতেও শরীরে কোনও ক্ষতি হয় না।