Special Alcohol License: বিয়ে বা ঘরোয়া অনুষ্ঠানে সুরাপানে অনুমতি! লাগবে শুধু লাইসেন্স

Special Alcohol License in Tamil Nadu: বিয়ে বা ঘরোয়া অনুষ্ঠানে এবার পরিবেশন করা যাবে মদ (Alcohol)। সম্প্রতি এই অনুমোদন দিল তামিল নাড়ু সরকার। এই মর্মে বিশেষ লাইসেন্সও নিয়ে এসেছে রাজ্য সরকার।

Special Alcohol License: বিয়ে বা ঘরোয়া অনুষ্ঠানে সুরাপানে অনুমতি! লাগবে শুধু লাইসেন্স
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 3:54 PM

চেন্নাই: ব্যাংকুইট বা কোনও হলে বিয়ে হোক বা অন্য কোনও ঘরোয়া অনুষ্ঠান, এবার নির্দ্বিধায় করা যাবে সুরাপান। এর জন্য বিশেষ লাইসেন্স আনল তামিলনাড়ু সরকার। রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিশেষ লাইসেন্সের বিষয়ে জানানো হয়েছে। এই বিশেষ লাইসেন্সের আওতায় কনফারেন্স হল, কনভেনশন সেন্টার, ম্যারেজ হল, ব্যাংকুয়েট হল, স্পোর্টস স্টেডিয়াম ও ঘরোয়া কোনও অনুষ্ঠানেও অ্যালকোহল পরিবেশনে অনুমতি দেওয়া হবে।

এতদিন পর্যন্ত কেবলমাত্র ক্লাব ও স্টার হোটেলগুলিকেই অ্যালকোহল পরিবেশনের অনুমতি দেওয়া হত। গত মাসে স্বরাষ্ট্র, নিষিদ্ধকরণ ও আবগারি দফরের তরফে এই বিশেষ লাইসেন্সের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মদ্যপানের জন্য ব্যবহৃত মদের লাইসেন্সে বেশ কিছু সংযুক্তিকরণ করা হয়েছে। উল্লেখ করা হয়েছে,”আন্তর্জাতিক/জাতীয় শীর্ষ সম্মেলন ও ইভেন্ট/কনফারেন্স/সেলিব্রেশন/ফেস্টিভ্যাল ইত্যাদিতে অতিথি, দর্শক ও অংশগ্রহণকারীদের অ্যালকোহল পরিবেশন করার জন্য এফএল ১২ (F.L.12) বিশেষ লাইসেন্স জারি করা হবে।”

কী এই বিশেষ লাইসেন্স?

  • F.L.12 বিশেষ লাইসেন্স এক বা একাধিক দিনের জন্য বৈধ থাকবে।
  • লাইসেন্স ফি দেওয়ার পরই কালেক্টরের অনুমোদন নিয়ে ডেপুটি কমিশনার / অ্য়াসসিট্যান্ট কমিশনার (আবগারি) এই বিশেষ লাইসেন্স জারি করবে।
  • এই বিশেষ লাইসেন্সটি আন্তর্জাতিক বা জাতীয় ইভেন্টগুলিতে অতিথি,দর্শক ও অংশগ্রহণকারীদের অ্য়ালকোহল রাখা এবং পরিবেশন করার অনুমতি দেয়।

এই বিশেষ লাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়া ও ফি:

  • কোনও ইভেন্টের অন্তত সাতদিন আগে এই বিশেষ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
  • বাণিজ্যিক প্রাঙ্গণের জন্য একটি বার্ষিক রেজিস্ট্রেশন ফি রয়েছে এবং কোনও একক ইভেন্টের জন্য পারমিট ইস্যু করাতে হবে। তার জন্য ওই দিনের ভিত্তিতে নির্দিষ্ট ফি ধার্য করা হবে। পৌরনিগম এলাকার বাণিজ্যিক প্রাঙ্গণের জন্য বিশেষ লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বার্ষিক রেজিস্ট্রেশন ফি ১ লক্ষ টাকা, পৌরসভা এলাকার জন্য তা ৭৫,০০০ টাকা এবং অন্যান্য এলাকার জন্য তা ৫০,০০০ টাকা।
  • আর সেখানে একটিমাত্র ইভেন্টে অ্য়ালকোহল পরিবেশনের পারমিট ইস্যু করার ক্ষেত্রে একদিনের ফি ১১,০০০ টাকা (পৌর নিগম এলাকায়), ৭,৫০০ টাকা (পুরসভা এলাকায়) এবং ৫,০০০ টাকা (অন্যান্য এলাকায়)। ঘরোয়া কোনও উৎসবের সময় অবাণিজ্যিক প্রাঙ্গণে ‘এককালীন’ অ্যালকোহল রাখা ও পরিবেশনের জন্য বিশেষ লাইসেন্স পাওয়া যাবে ১১,০০০ টাকা (পৌর নিগমে), ৭,৫০০ টাকা (পৌরসভায়) এবং ৫,০০০ টাকায় (অন্যান্য এলাকায়)।