Weather Update: মাথায় দুর্যোগের ঘনঘটা, বিকেল থেকেই অতি ভারী বৃষ্টিতে ভাসবে এই রাজ্যগুলি

Tamil Nadu Rain Update: নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু ছাড়াও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী অংশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেল থেকেই প্রবল বৃষ্টি শুরু হবে তামিলনাডুতে।

Weather Update: মাথায় দুর্যোগের ঘনঘটা, বিকেল থেকেই অতি ভারী বৃষ্টিতে ভাসবে এই রাজ্যগুলি
ভারী বর্ষণের জেরে ভাসছে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা । ছবি:PTI।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 8:52 AM

চেন্নাই: ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। নিম্নচাপের প্রভাবে বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসল চেন্নাই সহ গোটা তামিলনাড়ু(Tamil Nadu)-ই। বৃহস্পতিবারও সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বিকেলেই ধীরে ধীরে বঙ্গোপসাগর (Bay of Bengal) উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপ (Depression) সরতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ বিকেলে তামিলনাড়ুর উত্তর অংশ এবং অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) দক্ষিণ উপকূল দিয়ে কাড়াইকাল ও শ্রীহরিকোটার পথ ধরে নিম্নচাপটি সরতে থাকবে। ধীরে ধীরে তা পুদুচেরীর উত্তর অংশের দিকে এগোবে। নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা জুড়েই মাঝরি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে বলে জানানো হয়েছে।

বিগত চিন-চারদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টি চলছে তামিলনাড়ু জুড়ে। বিশেষত রাজ্য়ের উত্তরের জেলাগুলি যেমন, চেন্নাই, চেঙ্গালপেট, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও ভিল্লুপুরমে একটানা লাগাতার বৃষ্টির কারণে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজও এই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত আটটার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিমদিকে এগোচ্ছে। বর্তমানে এই নিম্নচাপটি চেন্নাই থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পুদুচেরী থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আজ সকালের মধ্যেই এই নিম্নচাপটি তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় পৌঁছে যাওয়ার কথা।এরপর বিকেলে কাড়াইকাল ও শ্রীহরিকোটার মধ্যবর্তী অংশ দিয়ে প্রবেশ করে তা তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ উপকূল ধরে উত্তর-পশ্চিমে এগোতে থাকবে।

নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু ছাড়াও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী অংশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেল থেকেই প্রবল বৃষ্টি শুরু হবে তামিলনাডুতে। এছাড়াও পুদুচেরী, কর্নাটকের অভ্যন্তরীণ অংশ সহ একাধিক উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। নিম্নচাপ না সরা অবধি তামিলনাড়ুতে বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানানো হয়েছে। অতএব আগামী দুইদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

রাজ্যজুড়ে একটানা ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গাতেই জমেছে জল। প্রশাসনের তরফে দ্রুত জল বের করার উদ্যোগ নেওয়া হলেও, যেহেতু আগামী দুই দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই কারণে আপাতত রাজ্যবাসীকে ঘরে থাকার অনুরোধই জানিয়েছেন রাজ্যের ডিজিপি। মঙ্গলবার রাতেই তিনি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে এই সময়ে কী করা উচিত এবং কী করা উচিত নয়, তা নিয়ে সাধারণের উদ্দেশ্যে বার্তা দেন।

তিনি জানান, বৃষ্টির কারণে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে যথাসম্ভব বাড়ির ভিতরেই যেন সকলে সুরক্ষিতভাবে থাকেন। বিশেষত ছোট বাচ্চাদের যেন বাড়ির বাইরে যেতে না দেওয়া হয়। ঘূর্ণিঝড় ও বজ্রপাত থেকেও সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। ঝড়-বৃষ্টির সময় টিভি, ফ্রিজের মতো বৈদ্যুতিন সামগ্রী যাতে ব্যবহার না করা হয়, সেই অনুরোধও জানান তিনি।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দুই দিনও বৃষ্টিপাত কমার সম্ভাবনা না থাকায়, তামিলনাড়ুর নয়টি জেলায় সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চেন্নাই. কাঞ্চিপুরম, থিরুভাল্লুর, কাড্ডালোর, নাগাপাত্তিনাম, থাঞ্জাভুর সহ একাধিক জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে।