স্কুল-কলেজ খুলে যাচ্ছে তামিলনাড়ুতেও, এ রাজ্যে কী হবে?
আপতত ৯ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড বিধিতে এই ছাড় বজায় থাকবে। তবে সিনেমা হল খোলার ক্ষেত্রে হল কর্মীদের টিকা নেওয়া থাকতে হবে।
চেন্নাই: করোনার সংক্রমণের জাল আলগা হতেই স্কুল খুলছে একের পর এক রাজ্য। এ বার স্কুল খোলার ঘোষণা করে দিল তামিলনাড়ুও। ১ সেপ্টেম্বর থেকে নবম শ্রেণি ও তার উর্ধ্বদের অফলাইন ক্লাস শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সিনেমা হল এবং প্রেক্ষাগৃহও ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সোমবার থেকে নতুন নিয়ম বলবৎ হবে। আপতত ৯ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড বিধিতে এই ছাড় বজায় থাকবে। তবে সিনেমা হল খোলার ক্ষেত্রে হল কর্মীদের টিকা নেওয়া থাকতে হবে।
করোনা বিধি মেনে ক্লাস ৯ থেকে ১২ পর্যন্ত স্কুলও খোলা যাবে। প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ১৫ সেপ্টেম্বরের পর। কলেজ এবং পলিটেকনিক প্রতিষ্ঠানগুলি রোটেশন পদ্ধতিতে অর্থাৎ একদিন ছাড়া একদিন ১ সেপ্টেম্বর থেকে খুলতে পারবে। এ ক্ষেত্রেও সমস্ত কলেজ কর্মী এবং বাকি সদস্যদের যেন টিকাকরণ হয়ে গিয়ে থাকে সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। কর্মচারীরা টিকা নেওয়া থাকলে হোটেল, রেস্তোরাঁ ও পানশালা খুলতেও আর কোনও বাধা নেই। একই শর্ত মেনে সমুদ্র সৈকতও খুলে দেওয়া হয়েছে।
সরকারি বেসরকারি দফতর এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০০ শতাংশ কর্মী উপস্থিতি নিয়েই কাজ শুরু করে দেওয়া হয়েছে। দোকান-বাজার খোলার সময়সীমা আগে রাত ৯ টা পর্যন্ত থাকলেও এখন তা বাড়িয়ে ১০ টা করে দেওয়া হয়েছে। তামিলনাড়ু থেকে অন্ধ্র প্রদেশ এবং কর্নাটক যাওয়ার বাস পরিষেবাও কোভিড প্রোটোকল মেনে শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, তামিলনাড়ুতে ইতিমধ্যেই ২ কোটি ৮০ লক্ষ মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ়, এবং ৫২ লক্ষ মানুষ উভয় ডোজ় পেয়ে গিয়েছেন। এ রাজ্যে যদিও আপাতত শিক্ষা প্রতিষ্ঠানের তালা খোলার কোনও সম্ভাবনাই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর একদিন ছাড়া একদিন স্কুল খোলার বিষয়ে ভাবনা রয়েছে রাজ্য সরকারের। আরও পড়ুন: ভারতের ভ্যাকসিন যজ্ঞে ‘গেমচেঞ্জার’ হতে পারে জ়াইকভ-ডি, ১ কোটি ডোজ় মিলবে অক্টোবরেই