Water logged Bengaluru: কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন বেঙ্গালুরু, আন্ডারপাসে গাড়ি আটকে মৃত্যু মহিলার

Bengaluru: মাত্র কয়েক ঘণ্টা ঝড়-বৃষ্টি চলে। সেই ঝড়-বৃষ্টিতেই ওলট-পালট হয়ে যায় টেক-সিটি। রাস্তার দু-পাশে একাধিক গাছ উপড়ে পড়ে। অনেক বাড়ির চাল উড়ে যায়।

Water logged Bengaluru: কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন বেঙ্গালুরু, আন্ডারপাসে গাড়ি আটকে মৃত্যু মহিলার
জলমগ্ন বেঙ্গালুরুতে আটকে পড়ে অসুস্থদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 10:29 PM

বেঙ্গালুরু: কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন বেঙ্গালুরু (Bengaluru)। সাবওয়ের নীচে জমা জলে গাড়ি আটকে গিয়ে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহিলার মৃত্যুও হয়েছে। গলা পর্যন্ত জলে ডুবে থেকে অসুস্থ হয়ে পড়েন আরও ৬ জন। তারপর দমকল ও আপৎকালীন পরিষেবার কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়েই তাঁদের দেখতে হাসপাতালে ছুটে যান কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (CM Siddaramaiah)। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি। তবে কেবল এই একটি ঘটনা নয়, কয়েক ঘণ্টার ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বেঙ্গালুরু শহরের বিস্তীর্ণ অংশ। বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে, অনেক বাড়ির চাল উড়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা ও জখম ব্যক্তিরা সকলেই একই পরিবারের সদস্য। তাঁরা একটি গাড়িতে করে বেঙ্গালুরুর কেআর সার্কেল আন্ডারপাস দিয়ে যাচ্ছিলেন। কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন ওই আন্ডারপাসে গাড়িটি আটকে পড়ে। তারপর ওই গাড়িতেই মৃত্যু হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহিলার। তারপর পুলিশ ও এমার্জেন্সি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জলমগ্ন গাড়ির ভিতর থেকে মৃত ওই মহিলা এবং তাঁর পরিবারের বাকি ৫ সদস্য সহ চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে, জলমগ্ন আন্ডারপাসে গাড়ি আটকে পড়ে মহিলার মৃত্যু ও আরও ৬ জনের অসুস্থতার খবর পেয়েই তাঁদের দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি মৃত ওই মহিলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া অসুস্থদের যথোপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন বিকালে প্রাক-বর্ষারই বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরু শহর সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে। প্রচণ্ড ঝড় সহ শিলাবৃষ্টি শুরু হয়। মাত্র কয়েক ঘণ্টা ঝড়-বৃষ্টি চলে। সেই ঝড়-বৃষ্টিতেই ওলট-পালট হয়ে যায় টেক-সিটি। রাস্তার দু-পাশে একাধিক গাছ উপড়ে পড়ে। অনেক বাড়ির চাল উড়ে যায়। এককথায়, কয়েক ঘণ্টার ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় বেঙ্গালুরু শহর।