KCR-Modi Tussle: প্রোটোকল ভাঙার রেওয়াজ অব্যাহত, এবারও মোদীকে স্বাগত জানাতে থাকছেন না তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী

KCR-Modi: প্রধানমন্ত্রী হায়দরাবাদে পৌঁছনোর কিছু আগেই বেগমপেট বিমানবন্দরে পা রাখবেন যশবন্ত সিনহা। কে চন্দ্রশেখর রাও সহ তেলাঙ্গানা মন্ত্রিসভার প্রায় সকল সদস্যই উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে স্বাগত জানানোর জন্য।

KCR-Modi Tussle: প্রোটোকল ভাঙার রেওয়াজ অব্যাহত, এবারও মোদীকে স্বাগত জানাতে থাকছেন না তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী
শনিবার তেলাঙ্গানায় পৌঁছাচ্ছেন নরেন্দ্র মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2022 | 11:14 AM

হায়দরাবাদ : শনিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচন এবং তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে কী হবে বিজেপির রণকৌশল? তার নীল নকশা তৈরি করা হতে পারে এই বৈঠক থেকে। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে শনিবার হায়দরাবাদে পৌঁছাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য থাকবেন না তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি তখন ব্যস্ত থাকবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে নিয়ে। প্রধানমন্ত্রী হায়দরাবাদে পৌঁছনোর কিছু আগেই বেগমপেট বিমানবন্দরে পা রাখবেন যশবন্ত সিনহা। কে চন্দ্রশেখর রাও সহ তেলাঙ্গানা মন্ত্রিসভার প্রায় সকল সদস্যই উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে স্বাগত জানানোর জন্য। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে থাকবেন কেবল একজন মন্ত্রীই। সংবাদ সংস্থা ANI সূত্রে এমনই জানা গিয়েছে।

উল্লেখ্য, বিগত অনেকদিন ধরেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে আড়াআড়ি অবস্থান নিয়ে আসছে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যশবন্ত সিনহাকে সমর্থনের বার্তা দিয়েছেন কে চন্দ্রশেখর রাও। প্রসঙ্গত, শেষ ছয় মাসে এই নিয়ে তিন বার একই ঘটনার সাক্ষী থাকতে চলেছে জাতীয় রাজনীতি, যখন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকার প্রোটোকল এড়িয়ে যাচ্ছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী। এর আগে মে মাসে প্রধানমন্ত্রী যখন তেলাঙ্গানায় গিয়েছিলেন, তখন কেসিআর চলে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। তারও আগে ফেব্রুয়ারি মাসে যখন মোদী হায়দরাবাদে গিয়েছিলেন তখনও তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না সেখানকার মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত সূত্র মারফত যা খবর, শনিবার তেলাঙ্গানার পশুপালন দফতরের মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য।

তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির সুপ্রিমো কেসিআর-এর এ হেন পদক্ষেপ জাতীয় রাজনীতির নিরিখে স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিজেপি তেলাঙ্গানায় পায়ের তলার জমি শক্ত করতে শুরু করতেই এই বিরোধ আরও চরম হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে চারটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। তারপর গ্রেটার হায়দরাবাদ পুরনিগমের নির্বাচনে ৪৮ টি আসন জয়ী হয়েছিল বিজেপি। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোট গঠনের ক্ষেত্রে কে চন্দ্রশেখর রাওকে বিগত কিছুদিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে। বিরোধী দলগুলিকে একজোট করতে ফেব্রুয়ারি মাসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। সেই কথা বলার এক সপ্তাহ পরেই মুম্বই উড়ে গিয়েছিলেন তিনি। দেখা করেছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে।