PM Modi vs KCR: প্রধানমন্ত্রীকে এড়ানোর চাল? সফরের দিনই ‘উধাও’ কেসিআর!
PM Modi vs KCR: মুখ্যমন্ত্রীর এই সফর আগে থেকে নির্ধারিত থাকার কারণেই তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেতে পারবেন না, এ কথা জানানো হয়েছে দলের তরফে।
হায়দরাবাদ: রাজ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী, আর ঠিক সেই সময়ই অন্য রাজ্যের নেতাদের সঙ্গে দেখা করতে চলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালেই হায়দরাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের ২০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী কোনও রাজ্যে সফরে গেলে তাঁকে স্বাগত জানাতে বা সাক্ষাৎ করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের দিনই অন্য রাজ্যে যাচ্ছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrashekhar Rao)। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এড়াতেই তিনি আজ বেঙ্গালুরুতে যাচ্ছেন। সেখানে তিনি জেডি(এস) নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।
বিগত চার মাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেলেন কে চন্দ্রশেখর রাও। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সন্ত রামানুচার্যের মূর্তি, স্ট্যাচু অব ইক্যুয়ালিটির উদ্বোধন করতে গিয়েছিলেন, সেই সময়ও আমন্ত্রিত থাকা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেওয়া এড়িয়ে যান মুখ্যমন্ত্রী কেসিআর।
I will be in Hyderabad and Chennai tomorrow, 26th May to attend two programmes. In the afternoon, I will be joining the programme to mark the completion of 20 years of @ISBedu. Will also address the graduation ceremony of the PGP class of 2022. https://t.co/jSKkMoOHB9
— Narendra Modi (@narendramodi) May 25, 2022
মুখ্যমন্ত্রীর এই সফর আগে থেকে নির্ধারিত থাকার কারণেই তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেতে পারবেন না, এ কথা জানানো হয়েছে দলের তরফে। এদিকে, বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই-কে বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি ডঃ কে লক্ষ্ণণ জানান, রাজ্য বিজেপির তরফে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানো হবে। তিনি বলেন, “তেলঙ্গানার মানুষজন বর্তমান সরকার এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআরের উপরে অত্যন্ত ক্ষুব্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যূনতম সৌজন্য দেখিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও যাচ্ছেন না। এটা প্রথমবার নয়, এই নিয়ে দুইবার একই ঘটনা ঘটল। কেসিআর অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, আর তেলঙ্গানার মানুষেরা তার উপরেই হাসছেন।”
তিনি আরও বলেন, “এটা নিয়ম নয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই ধরনের ব্যবহার করছেন। রাজনৈতিক বা দলের দৃষ্টিভঙ্গি যাই-ই হোক না কেন, মুখ্যমন্ত্রীর কর্তব্য প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাওয়া। আমাদের জানানো হয়েছে, রাজ্যের মুখ্যসচিব ছাড়া অন্য কোনও মন্ত্রীও প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে আসবেন না।”