Telecom Department: *401#- এই নম্বর ডায়াল করতে কেন নিষেধ করছে টেলিকম বিভাগ?
Telecom Department: সাধারণত এই ধরনের প্রতারকরা কাস্টমার সার্ভিসের নামে ফোন করে। অথবা প্রযুক্তিগত সাপোর্ট দেওয়ার কথা বলে। এতে আপনি রাজি হলে, আপনাকে কোনও ফোন নম্বরে ডায়াল করতে বলে।
নয়া দিল্লি: ফোন হোক বা ইন্টারনেট। এখন প্রতি পদে পদে ভয়। পা একটু ফস্কে গেলেই আসতে পারে বিপদ। বর্তমানে প্রতারণার নানারকম ফাঁদ পাতা হয়েছে। কেউ ফোন করে কোনও বিশেষ নম্বর চাইছেন, কেউ পরিচিত ব্যক্তির কন্ঠস্বর এআই-এর মাধ্যমে নকল করে টাকা চাইছেন। একবার বিভ্রান্ত হয়ে গেলেই বিপদ। কেন্দ্রীয় সরকারও বিষয়টাতে নজর দিয়েছে। সাধারণ মানুষ যাতে কোনওভাবেই সাইবার প্রতারণার শিকার হতে না পারেন, তার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। টেলিকম মন্ত্রকের তরফে একটি বিশেষ নম্বরের কথা বলা হয়েছে, সেটি হল *401#। এই নম্বর থেকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
টেলিকম বিভাগ বলছে, কেউ যদি আপনাকে *401# নম্বরে ডায়াল করতে বলে, তাহলে কখনই তা করবেন না। ওই নম্বরের পর কোনও অজানা নম্বর ডায়াল করা যাবে না। তাহলে আপনার নম্বরে কোন কোন নম্বর থেকে ফোন আসছে, তা চলে যেতে পারে প্রতারকদের হাতে। চারপাশে সাইবার প্রতারণা সংক্রান্ত এত অভিযোগ সামনে আসছে, যে তা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে খোদ সরকার।
সাধারণত এই ধরনের প্রতারকরা কাস্টমার সার্ভিসের নামে ফোন করে। অথবা প্রযুক্তিগত সাপোর্ট দেওয়ার কথা বলে। এতে আপনি রাজি হলে, আপনাকে কোনও ফোন নম্বরে ডায়াল করতে বলে। বিশেষত টেলিকম সংস্থার তরফ থেকে ফোন করার নামে যোগাযোগ করা হয়। বলা হয় সিম কার্ডে কোনও সমস্যা আছে। সেটা ঠিক করে দেওয়া হবে বলে দাবি করা হয়। এরপর *401# নম্বরের পর কোনও একটি নম্বর ডায়াল করার কথা ব়লা হয়। আর সেটা ডায়াল করলে এমন একটি বিষয় সক্রিয় হয়ে যায়, যাতে ওই নম্বরে আপনার ফোনের সব তথ্য চলে যায়। তাই এই নম্বর নিয়ে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে।