Ashwini Vaishnaw: ইউপিএ আমলের পাঁক থেকে উঠে ফুল ফোটাচ্ছে টেলিকম সেক্টর, সংসদে বিরোধীদের বিঁধলেন মন্ত্রী

নরেন্দ্র মোদীর আমলে ভারতে টেলিকম সেক্টরের বিকাশের দিকটি তুলে ধরেন তিনি। সেই সঙ্গে ইউপিএ আমলে টেলিকম সেক্টরে দুর্নীতির প্রসঙ্গ তুলে আক্রমণ শানান বিরোধীদের। লোকসভার অধিবেশনে নিজের এই বক্তব্যের ভিডিয়োর একটি অংশ এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন অশ্বিনী বৈষ্ণব।

Ashwini Vaishnaw: ইউপিএ আমলের পাঁক থেকে উঠে ফুল ফোটাচ্ছে টেলিকম সেক্টর, সংসদে বিরোধীদের বিঁধলেন মন্ত্রী
অশ্বিনী বৈষ্ণবImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 10:37 PM

নয়াদিল্লি: সংসদে চলছে শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনে মঙ্গলবার সংসদে বক্তব্য রাখেন রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বক্তব্যে নরেন্দ্র মোদীর আমলে ভারতে টেলিকম সেক্টরের বিকাশের দিকটি তুলে ধরেন তিনি। সেই সঙ্গে ইউপিএ আমলে টেলিকম সেক্টরে দুর্নীতির প্রসঙ্গ তুলে আক্রমণ শানান বিরোধীদের। লোকসভার অধিবেশনে নিজের এই বক্তব্যের ভিডিয়োর একটি অংশ এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন অশ্বিনী বৈষ্ণব। সেখানেও টেলিকম সেক্টরে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেছেন বিরোধীদের।

সংসদে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “ইউপিএ সরকারের আমলে ২জি স্পেকট্রাম দুর্নীতির কথা মনে করাতে হবে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের টেলি কমিউনিকেশন সেক্টর বৃদ্ধি পাচ্ছে। ডুবতে বসা সেক্টরকে আলোর দিশা দেখিয়েছে মোদী সরকার।” এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ৫ জি সেক্টরে গত ১৪ মাসে চার লক্ষ সাইট হয়েছে। গোটা বিশ্ব মেনে নিয়েছে ৫ জি-র এই সম্প্রসারণ গোটা বিশ্বের মধ্যে সবথেকে দ্রুততম। ২০২৯ সালের মধ্যে ৬ জি পরিষেবাও ভারতে চালু হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

২ জি স্পেকট্রাম দুর্নীতির পাশাপাশ ইউপিএ আমলে বিএসএনএল-র মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাকেও শেষ করে দেওয়ার অভিযোগ করেছেন অশ্বিনী বৈষ্ণব।