Police Torturing: লোহার রড দিয়ে পিঠে লিখে দেওয়া হল ‘আতঙ্কবাদী’, বন্দির ওপর অত্যাচারে অভিযুক্ত জেল সুপার

জেল সুপার বলবীর সিং যাবতীয় অভিযোগ খারিজ করেছেন। তাঁর যুক্তি খুন, মাদক পাচার সহ ধৃতের বিরুদ্ধে ১১ টি মামলা চলছে। এর আগেও কয়েকবার সে জেল থেকে পালানোর চেষ্টা করেছিল।

Police Torturing: লোহার রড দিয়ে পিঠে লিখে দেওয়া হল 'আতঙ্কবাদী', বন্দির ওপর অত্যাচারে অভিযুক্ত জেল সুপার
লোহার রড দিয়ে লেখা আতঙ্কবাদী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 8:25 AM

চণ্ডীগঢ়: নিজের কৃত অপরাধের জন্য ইতিমধ্যেই শাস্তি পেয়েছেন তিনি। আদালত তাঁকে জেলে আটক করে রাখার নির্দেশ দিয়েছে। তারপরেও জেলের এক বন্দির ওপর জঘন্য অত্যাচারের অভিযোগ উঠল জেল সুপারের বিরুদ্ধে। বন্দির পিঠে লোহার রড় দিয়ে কেটে ‘আতঙ্কবাদী’ লিখে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। বন্দির নাম করমজিৎ সিং (Karamjit Singh)। পঞ্জাবের বরনলা জেলার সংশোধনাগারে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত জেল সুপার বলবীর সিং (Jail Superintendent Balbir Singh,) বন্দির আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং করমজিতের বানিয়ে গল্প বলার অভ্যেস রয়েছে।

জানা গিয়েছে, শারীরিক নিগ্রহের স্বীকার হওয়া ২৮ বছর বয়সী করমজিৎ খুন ও মাদক পাচারের অভিযোগে জেলে বন্দি রয়েছেন। এখনও আদালতে তাঁর বিচার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার, মানতাসা আদালতে তাঁকে পেশ করা হয়, সেই সময় বিচারককে উদ্দেশ্য করে এই অভিযোগ তোলেন তিনি। করমজিতের আরও দাবি জেলে বন্দিদের ন্যূনতম সুযোগ সুবিধা গুলিও মেলে না, জেলের পরিবেশ অত্যন্ত খারাপ। সংক্রমক রোগে আক্রান্ত বন্দিদের সঙ্গে বাকি বন্দিদেরও একঘরে রাখা হয়। এই নিয়ে সে প্রতিবাদ করেছে বলেই তাঁর ওপর এই নির্যাতন চালানো হয়েছে।

জেল সুপার বলবীর সিং যাবতীয় অভিযোগ খারিজ করেছেন। তাঁর যুক্তি খুন, মাদক পাচার সহ ধৃতের বিরুদ্ধে ১১ টি মামলা চলছে। এর আগেও কয়েকবার সে জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। মাঝে মাঝেই সে এই ধরনের মিথ্যা অভিযোগ করে। এই অভিযোগ অসত্য।

বন্দি নির্যাতনের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। পঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রানধাওয়া এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অকালি দলের নেতা মণজিন্দর সিং শির্শা টুইট করে লিখেছেন আমরা অভিযুক্তের শাস্তি চাই এবং আক্রান্ত যেন সঠিক বিচার পান।

আরও পড়ুন Narendra Modi Kedarnath Visit: ১৩০ কোটির প্রকল্প নিয়ে কেদারনাথে যাচ্ছেন মোদী, দেশবাসীর কল্যাণ কামনায় করবেন ‘মহা রুদ্র অভিষেক’ পুজো