J&K Terrorist Attack: ফের নিশানায় নিরীহ মানুষ, উপত্যকায় জঙ্গিহানায় মৃত পরিযায়ী শ্রমিক

J&K Terrorist Attack: গতকাল জম্মুর কাছে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোর প্রচেষ্টার পরই রাতে ফের জঙ্গি হামলায় উপত্যকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় এলাকা ঘিরে ফেলা হয়েছে।

J&K Terrorist Attack: ফের নিশানায় নিরীহ মানুষ, উপত্যকায় জঙ্গিহানায় মৃত পরিযায়ী শ্রমিক
জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2022 | 9:19 AM

শ্রীনগর: ফের উপত্যকায় নিরীহ মানুষের উপরে জঙ্গি হামলা। ফের এক পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের বান্দিপোরে। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে জঙ্গিরা হামলা চালায়। মহম্মদ আমরেজ় নাক এক পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে বিন্দিপোরের সোয়াদনারা এলাকায় বৃহস্পতিবার মধ্য রাতে হামলা চালায় জঙ্গিরা। এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় তারা। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে বেরিয়ে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। আহত ওই শ্রমিককে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই শ্রমিকের নাম মহম্মদ আমরেজ়। তিনি বিহারের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। কর্মসূত্রেই তিনি কাশ্মীরে থাকছিলেন বিগত কিছু সময় ধরে।

কাশ্মীর জ়োন পুলিশের তরফেও টুইট করে জানানো হয়, গতকাল মধ্যরাতে জঙ্গিরা আচমকাই সাধারণ মানুষের উপরে হামলা চালায়। জঙ্গিদের গুলিতে আহত হন মহম্মদ আমরেজ় নামক ওই পরিযায়ী শ্রমিক। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়। ওই শ্রমিক বিহারের বেসারহের মাধেপুরার বাসিন্দা বলে জানানো হয়েছে।

গতকাল জম্মুর কাছে সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানোর প্রচেষ্টার পরই রাতে ফের জঙ্গি হামলায় উপত্যকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় এলাকা ঘিরে ফেলা হয়েছে। বিশাল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু করা হয়েছে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, গতকালই রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে সেনাছাউনিতে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করে দুই জঙ্গি। সেনাবাহিনীর সঙ্গে গুলির সংঘর্ষ শুরু হয়। ওই দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হলেও, সংঘর্ষে চার জওয়ানও প্রাণ হারান। নিহত জওয়ানেরা হলেন সুবেদার রাজেন্দ্র প্রসাদ, রাইফেলম্যান মনোজ কুমার, রাইফেলম্যান লক্ষণন ডি ও রাইফেলম্য়ান নিশান্ত মালিক।