PM Modi in Bhuj: ষড়যন্ত্র হয়েছিল গুজরাটকে বদনাম করার, বিনিয়োগ বন্ধ করার: প্রধানমন্ত্রী মোদী

PM Narendra Modi in Gujarat: গুজরাটকে বদনাম করার এবং তাঁর রাজ্যে বিনিয়োগ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, রবিবার (২৮ অগস্ট) ভোটমুখী গুজরাটে দাঁড়িয়ে এমনই গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi in Bhuj: ষড়যন্ত্র হয়েছিল গুজরাটকে বদনাম করার, বিনিয়োগ বন্ধ করার: প্রধানমন্ত্রী মোদী
ভুজে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্য - এএনআই)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 7:57 PM

আহমেদাবাদ: গুজরাটকে বদনাম করার এবং তাঁর রাজ্যে বিনিয়োগ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, রবিবার (২৮ অগস্ট) ভোটমুখী গুজরাটে দাঁড়িয়ে এমনই গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষেই গুজরাটে নির্বাচন। তার আগে দুইদিনের গুজরাট সফরের দ্বিতীয় দিনে ভুজ জেলায় একাধিক উন্নয়ন কার্যের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই তিনি বলেন, “গুজরাট যখন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করছিল, তখনই ষড়যন্ত্র করা শুরু হয়েছিল। গুজরাটকে দেশে ও বিশ্বে বদনাম করার ষড়যন্ত্র করা হয়েছিল। রাজ্যে বিনিয়োগ আসা বন্ধ করার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই রাজ্য অগ্রগতির একটি নতুন পথ বেছে নিয়েছে।”

তিনি আরও বলেন, “মানহানি এবং ষড়যন্ত্রের সমস্ত প্রচেষ্টাকে উপেক্ষা করে গুজরাট একটি নতুন শিল্প পথ তৈরি করেছে। কচ্ছ ছিল এর সবথেকে বড় সুবিধাভোগী। ২০০১ সালে কচ্ছের ভূমিকম্পের পরে, ধ্বংসের মধ্যে আমি কচ্ছের পুনর্নবীকরণের কথা বলেছিলাম এবং এর জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। আজ, আপনারা তার ফল দেখতে পাচ্ছেন। অনেকেই বলেছিল, ভূমিকম্পে বিধ্বস্ত কচ্ছ পুনরুদ্ধার করতে পারবে না। কিন্তু, সেখানকার বাসিন্দারা দৃশ্যপট বদলে দিয়েছেন। আপনারা এখন ভারতে অনেক ঘাটতি দেখতে পারেন, কিন্তু আমি স্পষ্ট কল্পনা করতে পারি যে, ২০৪৭ সালের মধ্যে, ভারত একটি উন্নত দেশে পরিণত হবে।”

এর আগে, প্রধানমন্ত্রী মোদী তাঁর রাজ্য সফরের দ্বিতীয় দিনে কচ্ছ জেলার ভুজ শহরের হিল গার্ডেন সার্কেল এবং জেলা শিল্প কেন্দ্রের মধ্যে তিন কিলোমিটার দীর্ঘ রোড শো করেন। ভুজ এবং আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ তাঁকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে জড়ো হয়েছিলেন। উত্সাহী জনতার হাতে ছিল তেরঙ্গা পতাকা, মুখে ছিল ‘মোদী মোদী’ স্লোগান। প্রধানমন্ত্রীও তাঁর গাড়িতে দাঁড়িয়ে তাঁদের দিকে হাত নেড়ে পাল্টা জবাব দেন। এক সময় গাড়ি থেকে নেমে তাঁকে হাঁটতেও দেখা যায়। ভুজে এদিন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তৈরি একটি স্মৃতিসৌধ, ২০০১ সালের ভূমিকম্পে মৃত শিশুদের উত্সর্গ করা আরও একটি স্মৃতিসৌধ এবং সরহদ ডেয়ারির একটি দুদ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র-সহ অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করেন।