TMC Rajya Sabha Candidate: রাজ্যসভায় ফের প্রার্থী ডেরেক-দোলা-সুখেন্দু শেখর, মনোনয়ন পেল সাকেত গোখলে সহ ৩ নতুন মুখও
Rajya Sabha Election: সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জানানো হয়, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হচ্ছেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সমিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলে।
কলকাতা: দিন কয়েক বাদেই রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Election)। তার আগেই রাজ্য থেকে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। এবারের রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), দোলা সেন (Dola Sen), সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy)। প্রার্থী হিসাবে নতুন তিনটি মুখও আনা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। এবারে রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale), প্রকাশ চিক বরাইক ও সমিরুল ইসলাম। সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
জুলাই ও অগস্ট মাসেই রাজ্য়সভার একাধিক পদ ফাঁকা হচ্ছে। গুজরাট, গোয়া ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি সংখ্যক আসন ফাঁকা হচ্ছে রাজ্যসভায়। এই আসনগুলিতেই আগামী ২৪ জুলাই নির্বাচন হতে চলেছে। আজ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে, আগামী ১৩ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে।
We take great pleasure in announcing the candidatures of @derekobrienmp , @Dolasen7 , @Sukhendusekhar, @Samirul65556476 , @ChikPrakash , and @SaketGokhale for the forthcoming Rajya Sabha elections. May they persist in their dedication to serving the people and uphold Trinamool’s…
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023
সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জানানো হয়, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হচ্ছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সমিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলে। এর মধ্যে নতুন নাম সমিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলের।
আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দু শেখর রায় অবসর নিতে চলেছেন। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন ও সুখেন্দু শেখর রায়কে পুনরায় প্রার্থী করা হলেও, বাদ পড়েছেন সুস্মিতা দেব, প্রদীপ ভট্টাচার্য ও শান্তা ছেত্রী।