Mamata Banerjee: দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে মমতা, কী বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো?
বেকারত্ব, মূল্যবৃদ্ধি, তথাকথিত কেন্দ্রীয় এজেন্সির 'অপব্যবহার নিয়ে সংসদের এই অধিবেশনে তৃণমূলের অবস্থান কী থাকবে তা নিয়েই মুখ্যমন্ত্রী দলীয় সাংসদদের দিশা ও স্পষ্ট নির্দেশ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
নয়া দিল্লি: শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ৩টেয় দলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের বাড়িতে বৈঠক শুরু হয়। মূলত শীতকালীন অধিবেশনের রণকৌশল নির্ধারণ করতেই দলীয় সাংসদদের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর এই বৈঠক বলে সূত্রের খবর। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কয়েক মাস আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন তিনি। আবার অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে তৃণমূলের বৈঠকে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বেড়েছে ঘাসফুল শিবিরের। খাতায়-কলমে শিশির ও দিব্যেন্দু তৃণমূল সাংসদ হলেও দলের কোনও কর্মসূচিতে এখন তাঁদের দেখা যায় না। যদিও দিব্যেন্দু আজ বলেন, তাঁর সঙ্গে দলের তরফে কেউ যোগাযোগ করেননি। তাঁকে বৈঠকের কথা জানানো হয়নি।
Key Highlights
- দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “শাসকদল অনেক বিপজ্জনক বিল আনতে চলেছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে কেন্দ্র জোর করে সেই বিল পাশ করাতে চায়।”
- প্রায় দু-ঘণ্টা পর দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক শেষ করে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- বৈঠকে যোগ দেওয়ার প্রাক্কালে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ মালা রায় বলেন, শীতকালীন অধিবেশনের রণনীতি স্থির করতেই এই বৈঠক বলে মনে হচ্ছে।
- মমতার ডাকা বৈঠকে লোকসভা ও রাজ্যসভার সকল তৃণমূল সাংসদ উপস্থিত। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- এদিন দুপুর ৩টে নাগাদ প্রবীণ সাংসদ সৌগত রায়ের বাড়িতে দলীয় সাংসসদের সঙ্গে বৈঠকে বসেন মমতা।
- শীতকালীন অধিবেশনের শুরুর প্রথম দিনই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
- শীতকালীন অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস, তৃণমূল একযোগে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে।
প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রসের কৌশল ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, তথাকথিত কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার নিয়ে সংসদের এই অধিবেশনে তৃণমূলের অবস্থান কী থাকবে তা নিয়েই মুখ্যমন্ত্রী দলীয় সাংসদদের দিশা ও স্পষ্ট নির্দেশ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন সকালে অধিবেশন শুরুর আগে সমস্ত বিরোধী দলকে নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেই বৈঠকে প্রথমদিকে তৃণমূল যোগ দেবে না জানালেও এদিন সকালে অন্য ছবি দেখা যায়। তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় খার্গের ডাকা বৈঠকে যোগ দেন। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। তাহলে কি রাজস্থানের অজমের থেকে পুষ্কর মন্দিরে গেহলট প্রশাসনের তরফে পাওয়া উষ্ণ অভ্যর্থনারই ফল? – এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও এর স্পষ্ট কোনও জবাব মেলেনি। তবে এদিন সংসদেও অধিবেশনের শুরুতে সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বিরোধীদের অপসারিত করা থেকে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সঙ্গে একযোগে সরব হয় তৃণমূল।